ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় অপহরণের ২ দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: ২৩:৩৯, ১৮ অক্টোবর ২০১৫

গাইবান্ধায় অপহরণের ২ দিন পর শিশুর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গোবিন্দগঞ্জ উপজেলায় অপহরণের দু’দিন পর ইয়ানুর শাহরিয়ার ওরফে বাসিম (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের বটতলী গ্রামের একটি ধানক্ষেত থেকে রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়। আটককৃত যুবকরা হলো শাখাহার ইউনিয়নের বটতলী গ্রামের হায়দার আলীর ছেলে সাথী মিয়া (২০) ও একই গ্রামের ময়নুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম (২২)। শিশু ইয়ানুর শাহরিয়ার গোবিন্দগঞ্জ উপজেলার বটতলী গ্রামের জাফিরুল ইসলামের ছেলে। নিহত শিশুটি স্থানীয় একটি কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক সুত্রে জানা গেছে, ইয়ানুর শাহরিয়ার বাসিমকে অপহরণের পর অপহরণকারি সাথী ও মিনহাজুল ইসলাম তার পিতার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। আটকদের স্বীকারোক্তির ভিত্তিতে বাসিমের লাশ উদ্ধার করা হয়। শিশুটির গায়ে থাকা গেঞ্জি গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ধানক্ষেতে ফেলে রাখা হয় বলে জানা গেছে।
×