ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতায় ‘চক্রান্ত’ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০০:০৬, ১৮ অক্টোবর ২০১৫

যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতায় ‘চক্রান্ত’ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশে পশ্চিমাদের উপর ‘ভবিষ্যতে হামলার’ শঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্র সরকার নতুন সতর্কতা জারির পর এর পেছনে ‘চক্রান্ত’ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি চক্রান্ত। আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট করেই বলেছেন, এগুলি কেন হচ্ছে, কারা কারা জড়িত। ষড়যন্ত্র কার বিরুদ্ধে- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, দেশ ও সরকার- দুটোর বিরুদ্ধেই চক্রান্ত। দেশ যখন নিম্ন মধ্যম আয় থেকে মধ্যম আয়ের দিকে যাচ্ছে, পদ্মা সেতু নিজেরা করছি, খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, তখন এই চক্রান্ত। গত ২৮ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর ঢাকা ও রংপুরে দুই বিদেশি খুন হওয়ার পর মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস এর দায় স্বীকার করেছে বলে খবর এলে বাংলাদেশে কথিত জঙ্গি তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এরপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কযেকটি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরপর বিদেশি কূটনীতিকদের ডেকে সর্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানিয়ে আশ্বস্ত করা হলেও শনিবার যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের নাগরিকদের নতুন করে সতর্ক করে। এতে বলা হয়, বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা বাড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো অসাধারণ পদক্ষেপ নিয়েছে। কিন্তু এখনও ‘বাস্তব ও বিশ্বাসযোগ্য’ সন্ত্রাসী হুমকি রয়েছে। বাংলাদেশে আইএসের মত কোনো জঙ্গি সংগঠনের ‘তৎপরতা নেই’ মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বলেছিলেন, বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তারাই বিদেশি হত্যায় জড়িত। ওই ঘটনা নিয়ে বিএনপি-জামায়াতের দিকেও অভিযোগের আঙুল তোলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেন, স্বাধীনতার সময় যারা বিরোধিতা করেছিল, তাদের নিয়েই এটা দেশীয় ও আন্তর্জাতিক একটি চক্রান্তের অংশ। বিদেশি দূতাবাসের সতর্কতা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ‘সবসময়’ সতর্ক থাকতে বলা হয়েছে। “আজও মিটিং করেছি বিভিন্ন বাহিনীর সঙ্গে। গোয়েন্দা সংস্থাকে সজাগ করেছি, যেন আগাম খবর দিতে পারে।” দুই বিদেশি হত্যায় ‘সরাসরি অংশ নেওয়া’ তিনজনকে গ্রেপ্তারের যে খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কামাল বলেন, “আমি এ বিষয়ে কিছু বলব না। ইতোমধ্যে আমরা বেশকিছু তথ্য সংগ্রহ করেছি, আরও কিছু করছি। শেষ হলে তখন আমরা আপনাদের বলব। নারায়ণগঞ্জের সাত খুনের আসামি নূর হোসেনকে হস্তান্তরের বিষয়ে ভারত এখনও কিছু জানায়নি বলে জানান মন্ত্রী।
×