ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পূজা উপলক্ষ্যে নওগাঁয় পূজা উপহার সামগ্রী বিতরন করলেন এসপি

প্রকাশিত: ০০:১১, ১৮ অক্টোবর ২০১৫

পূজা উপলক্ষ্যে নওগাঁয় পূজা উপহার সামগ্রী বিতরন করলেন এসপি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ ঈদের আগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরন হয়ে থাকে সরকারী বা বে-সরকারী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। কিন্তু পূজা উপহার সামগ্রী বিতরন ইতোপূর্বে দেখেননি নওগাঁবাসী। তাই এবারই প্রথম নওগাঁ জেলা পুলিশের পক্ষে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে প্রায় দেড় শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পূজা উপহার সামগ্রী হিসেবে দু’টি করে নারিকেল ও ১ কেজি করে চিনি বিতরন করে শহরের হিন্দু সম্প্রদায়সহ জেলাবাসীকে তাক লাগিয়ে দিলেন, নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম। রবিবার বেলা ১১টায় শহরের কালিতলা পুলিশ ফাঁড়ির সামনে এই পূজা উপহার সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ খোরশেদ আলম, সদর সার্কেলের সিনিয়ার সহকারী পুলিশ সুপার কানাইলাল সরকার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর নাহিদ পারভেজ চৌধুরী, টিএসআই মুনজুরুল হক ভুঁইয়া, জেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার মনি, সাধারন সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারী চিত্তরঞ্জন সাহা, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক প্রমুখ।
×