ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে খাগড়াছড়ি’র সাংস্কৃতিক প্রতিযোগীতা

প্রকাশিত: ০০:২৭, ১৮ অক্টোবর ২০১৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে খাগড়াছড়ি’র সাংস্কৃতিক প্রতিযোগীতা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সকল সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগীতা সারা দেশের ন্যায় খাগড়াছড়ির গুইমারা উপজেলাতেও আজ রবিবার। শহীদ লেঃ মুশফিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে । গুইমারা উপজেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্ভোধন করেন ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী’র গুইমারা সাব জোন কমান্ডার মেজর মাহফুজুর রহমান চৌধুরী। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিতেন বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগীতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা শিল্পকলার সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরী, শহীদ মুশফিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম শেখ। গুইমারা উপজেলার মোট ২৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক ছাত্র/ছাত্রী (নাচ, গান, অভিনয় ও আবৃতি)র ১১টি বিভাগে অংশ গ্রহন করে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন, গুইমারার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এম. সাইফুর রহমান।
×