ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খাগড়াছড়ির বিশিষ্ট মুক্তিযোদ্ধা খন্দকার জয়নাল আবেদীরে ইন্তেকাল

প্রকাশিত: ০০:২৮, ১৮ অক্টোবর ২০১৫

খাগড়াছড়ির বিশিষ্ট মুক্তিযোদ্ধা খন্দকার জয়নাল আবেদীরে ইন্তেকাল

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ির বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর কাউন্সিলর খন্দকার জয়নাল আবেদীন প্রকাশ ভেগু সওদাগর (৮২) আজ রবিবার ভোর ৬টায় চট্টগ্রামস্থ একটি ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাউজেন..)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর খাগড়াছড়ির পানখাইয়াপাড়াস্থ মরহুমের নিজবাড়িতে ছুটে যান খাগড়াছড়ির পৌর মেয়র মো:রফিকুল আলম,বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রন বিক্রম ত্রিপুরাসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ। মরহুমের মরদেহে পুষ্পস্তবক প্রদান করেন জেলা আওয়ামীলীগ, খাগড়ছড়ি পৌরসভা। তার নামাযে জানাযা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাদ আসর আজ রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়। নামাযে জানাযার আগে মরহুম এ মুক্তিযোদ্ধাকে শেষবারের মত প্রসাশনের পক্ষ থেকে একটি সু-সজ্জিত পুলিশবাহিনীর একটি টিম গার্ড অব অনার প্রদান করেন। তিনি জীবদ্দশায় খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ,ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পরিচালক পদের দায়িত্বে ছিলেন। তিনি খাগড়াছড়ি পৌরসভার সচিব খন্দকার পারভীন আক্তারের বাবা। এদিকে খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
×