ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তুরস্ক সফরে যাচ্ছেন মেরকেল

প্রকাশিত: ০১:৩৪, ১৮ অক্টোবর ২০১৫

তুরস্ক সফরে যাচ্ছেন মেরকেল

অনলাইন ডেস্ক ॥ ইউরোপমুখী শরণার্থীদের ঢল থামাতে তুরস্কের সাহায্য চায় জার্মানি। এ লক্ষ্যে তুরস্ক সফরে যাচ্ছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। রোববার তুরস্কের প্রেসিডেন্ট তায়েপ এরদগানের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। শরণার্থী সঙ্কট মোকাবেলায় ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ) তুরস্ককে একটি কর্ম পরিকল্পনা প্রস্তাব করেছে। শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউভুক্ত দেশগুলোর এক সম্মেলনে ওই প্রস্তাব করা হয়। প্রস্তাব অনুযায়ী শরণার্থীদের তুরস্কে থাকতে উৎসাহিত করার বিনিমিয়ে তুরস্ককে অর্থ সাহায্য দেয়া হবে এবং ইইউ'র সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তোলার সুযোগ দেয়া হবে। শরণার্থীদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়ায় এখন নিজ দলেই চাপের মুখে আছেন মেরকেল। অস্ট্রিয়া থেকে জার্মানিতে শরণার্থী প্রবেশ রোধে সীমান্তে কড়াকড়ি ব্যবস্থা আরোপের চাপও রয়েছে মেরকেলের উপর। তবে তুরস্কের জাতীয় নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে ইস্তাম্বুল ভ্রমণ মেরকেলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পরে বলে রয়টার্সের খবরে বলা হয়। তুরস্কের প্রেসিডেন্ট এরদগান তার দলের নির্বাচনী প্রচারাভিযানে মেরকেলকে ব্যবহার করতে পারেন। তুরস্ক বংশোদ্ভূত জার্মান আইনজীবী একিন দেলিগয়েজ বলেন, "নিজের ভুলেই তিনি (মেরকেল) এমন নিরুপায় পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন।" "এরকম পরিস্থিতিতে বন্ধুত্বের আশায় মেরকেল একাই আসছেন। এরদগান এটা ভাল করেই জানেন এবং তিনি এই সুযোগ ব্যবহার করবেন।" এদিকে কর্মপরিকল্পনার বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফেরিদুন সিনিরলিওজলু বলেন, শুক্রবারের পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। "শরণার্থীদের তুরস্ক রেখে দেয়ার বিনিময়ে আমরা একটি নির্দিষ্ট পরিমান তহবিল চেয়েছি বলে যে গুঞ্জন রটেছে সেটাও ভুল।" ১ নভেম্বর তুরস্কের জাতীয় নির্বাচন।
×