ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জবির দশম প্রতিষ্ঠা বার্ষিকী কাল

প্রকাশিত: ০৫:৩৮, ১৯ অক্টোবর ২০১৫

জবির দশম প্রতিষ্ঠা বার্ষিকী কাল

জবি সংবাদদাতা ॥ নানা আয়োজনে উদযাপন হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী দিবস। দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এরপর শহীদ মিনার চত্বর হতে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিটি ক্যাম্পাস ঘুরে রায়সাহেব বাজার হয়ে ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হবে। এতে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, ব্যান্ডদলসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারপার্সন অধ্যাপক আবদুল মান্নান।
×