ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজ থেকে ‘পূর্বা’

প্রকাশিত: ০৫:৫২, ১৯ অক্টোবর ২০১৫

আজ থেকে ‘পূর্বা’

সংস্কৃতি ডেস্ক ॥ স্যাটেলাইট চ্যানেল আরটিভিতে আজ সোমবার থেকে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘পূর্বা’। মাসুম শাহরীয়ারের রচনা ও ফয়সাল রাজিবের পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি সোম ও মঙ্গলবার বিকেল ৬-০৫ মিনেটে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, রিচি সোলায়মান, মনির খান শিমুল, তানিয়া হোসেন, অপর্ণা, ফারজানা ছবি, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, জিয়াউল হাসান কিসলু, সাবিহা জামান, তানিয়া আমিন, সুমনা এবং পূর্বা চরিত্রে শিশু শিল্পী ইশা। নাটকের গল্পে দেখা যাবে, ১২ বছর আগে একটা চমৎকার প্রেমের পরিণয় ঘটেছিল। বন্ধুদের কাছে ঘটনাটি এখনও মাঝে মাঝে মুখরোচক। ভালবাসলে এইভাবে ভালবাসা উচিত। বারো বছরে অনেক কিছু বদলেছে।একসঙ্গে বসবাস করেও দু’জনের তৈরি হয়েছে আলাদা জগত। দু’জনেরই বেড়েছে অহঙ্কার, বেড়েছে অভিমান, নিজস্ব যুক্তিতে নিজস্ব ধারণায় দু’জনেই প্রায় অনড়। আমাদের ভয় হয় দশ বছর বয়সের ছোট্ট পূর্বাকে নিয়ে। পূর্বা পাভেল এবং রুপার একমাত্র সন্তান। কি অপেক্ষা করছে তার সামনের সময়ে? ঢাকা শহরের একটি দু’তলা বাড়ির একটি অংশে ভাড়া থাকে ওরা। বাড়িঅলার দুই ছেলে দেশের বাইরে থাকে। ছোট মেয়েটা ভার্সিটিতে ঢুকেছে কেবল। নাবিলা নামের এই মেয়েটার সঙ্গে পূর্বার সখ্য বেশ। কখনও দু’জন অসমবয়েসী বন্ধুই মনে হয় ওদের।
×