ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় সারেগামাপার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত: ০৫:৫৩, ১৯ অক্টোবর ২০১৫

বগুড়ায় সারেগামাপার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বর্ণাঢ্য কর্মসূচীর মধ্য দিয়ে বগুড়া সারেগামাপা সঙ্গীত শিক্ষালয়ের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শিক্ষালয়ের পরিচালক ফৌজিয়া আক্তার পুতুলের পরিকল্পনায় শুক্রবার দিনভর একাডেমি প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সঙ্গীতের বিভিন্ন দিক নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিথিদের মধ্যে ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাগর বসাক, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী, কাটনারপাড়া যুব কমান্ডের সহসভাপতি আব্দুল লতিফ প্রমুখ। পরিচালক ফৌজিয়া আক্তারের নির্দেশনায় শিক্ষালয়ের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
×