ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেশের বিচার ব্যবস্থা আজ অনন্য উচ্চতায় অধিষ্ঠিত ॥ মতিয়া চৌধুরী

প্রকাশিত: ০৫:৫৭, ১৯ অক্টোবর ২০১৫

দেশের বিচার ব্যবস্থা আজ  অনন্য উচ্চতায় অধিষ্ঠিত ॥  মতিয়া চৌধুরী

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৮ অক্টোবর ॥ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি-জামায়াত পেট্রোল বোমা মেরে নির্বিচারে মানুষ হত্যা করছে। দেশকে ওরা কালিমা লিপ্ত করছে। ওরা হত্যায় লিপ্ত হয়ে দেশে তা-বলীলা চালাচ্ছে। দেশে জঙ্গীবাদের উত্থান দিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে দেশকে পৃথিবীতে পরিচিতি ঘটিয়েছে উন্নত রাষ্ট্র হিসেবে। একের পর এক সাফল্য তিনি দেশের মানুষকে উপহার দিয়েছেন। শেখ হাসিনা আজ বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বসে বাংলাদেশের মানুষের উন্নয়ন নিয়ে কথা বলছেন। তিনি রাষ্ট্রক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেন। এখন বিচার কাজ স্বাভাবিকভাবে এগিয়ে চলছে। দেশের বিচার ব্যবস্থা আজ তিনি অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছেন। দেশের মেয়েদের শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি ঘটিয়েছেন। এছাড়া তিনি দেশে আইসিটির ব্যাপক প্রসার ঘটিয়েছেন। সেই প্রযুক্তির অপব্যাখ্যা করে বিএনপি-জামায়াতরা ইন্টারনেটের মাধ্যমে রাজাকার সাঈদীকে চাঁদে ছবি দেখাচ্ছে। দীর্ঘ ১১ বছর পর রোববার দুপুরে অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খান মেনুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেনÑ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, খন্দকার আব্দুল বাতেন এমপি, একাব্বর হোসেন এমপি, ছানোয়ার হোসেন এমপি, অনুপম শাজাহান জয় এমপি, মনোয়ারা বেগম এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৪ আসনের দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী সোহেল হাজারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় ভাসানী হলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ফজলুর রহমান খান ফারুককে সভাপতি এবং এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম হোয়াহেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
×