ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশেষজ্ঞদের তথ্য

জলবায়ুর প্রভাবে ইলিশ উৎপাদন কমছে

প্রকাশিত: ০৫:৫৮, ১৯ অক্টোবর ২০১৫

জলবায়ুর প্রভাবে ইলিশ  উৎপাদন কমছে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গত বছরের তুলনায় এ বছর প্রজনন মৌসুমে মা ইলিশ ১ দশমিক ৭৯ ভাগ ডিম কম ছাড়ায় দেশের ইলিশ অঞ্চলে এবার প্রায় দুই হাজার কোটি ইলিশ পোনা উৎপাদন কমেছে। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, জলবায়ুর নেতিবাচক প্রভাবে এ বছর মা ইলিশের আগমন কমছিল। ফলে ডিমও কম ছেড়েছে। এ কারণে ইলিশ উৎপাদন কমার আশঙ্কা রয়েছে। এমনকি ইলিশের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও সংশয় দেখা দিয়েছে। সূত্রমতে, ইলিশ উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশ রক্ষায় গত ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইলিশ অঞ্চলের ৭ হাজার বর্গকিলোমিটার জলসীমায় ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আনিসুর রহমান জানান, নিষেধাজ্ঞাকালে তাদের পাঁচটি টিম ভোলার মনপুরা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও চাঁদপুরের নদীতে অবস্থান করে। ইলিশের এ প্রজনন মৌসুমে ৮০ ভাগ মা ইলিশ ডিম ছাড়ার জন্য সাগর থেকে মিঠাপানিতে আসে। ওই সময়ে একটি মা ইলিশ নদীতে এসে পাঁচ থেকে ২০ লাখ ডিম ছাড়ে। এবার ডিমওয়ালা ইলিশ বিভিন্ন পয়েন্টে কম এসেছে। কারণ হিসেবে তিনি জানান, নদীর বিভিন্ন স্থানে চর জেগে ওঠে নাব্যসঙ্কট তথা জলবায়ুর পরির্বতন ও নির্বিচারে শিকারের কারণে ইলিশ গতিপথ পরিবর্তন করেছে। ইলিশ গবেষক ড. মোঃ আনিসুর রহমান আরও বলেন, তাদের গবেষণা অনুযায়ী এ বছর ৩৫ থেকে ৩৭ ভাগ পর্যন্ত মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেয়েছে। অবশ্য ২০১৪ সালে ৩৮ দশমিক ৭৮ ভাগ মা ইলিশ ডিম ছেড়েছিল। ২০১৩ সালে ডিম ছেড়েছিল ৪১ দশমিক ২ ভাগ মা ইলিশ। তিনি বলেন, গবেষণা অনুযায়ী এ বছর প্রায় ২৩ হাজার থেকে ২৪ হাজার কোটি পোনা ইলিশ হতে যাচ্ছে। তবে ২০১৪ সালে যুক্ত হয়েছিল প্রায় ২৬ হাজার কোটি ইলিশের পোনা। সে অনুযায়ী এবার প্রায় ২ হাজার কোটি ইলিশের পোনা উৎপাদন কমে যাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জনের ওপরও নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে। এবার নিষেধাজ্ঞার সময়কাল বেশি হওয়া সত্ত্বেও মা ইলিশ কম ডিম ছাড়ার কারণ প্রসঙ্গে তিনি জানান, ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত তিনি মনপুরার মেঘনা মোহনায় অবস্থান করেছেন। পর্যবেক্ষণে দেখেছেন, বিভিন্ন বাধার কারণে মনপুরার পশ্চিম পাশের সাকুচিয়া, জনতা, হাজিরহাট মোহনায় গত বছরের চেয়ে কম ইলিশ দল বেঁধে এসেছে। শুরুতে ডিমও ছেড়েছে কম। মৎস্য অধিদফতরের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক আজিজুল হক বলেন, নিষেধাজ্ঞাকালে ১ হাজার ৩৮৭টি অভিযান পরিচালনা করে প্রায় ১১ টন ইলিশ মাছ জব্দ করা হয়েছে। তিনি বলেন, তাদেরও ধারণা ছিল এবার ইলিশ পোনা উৎপাদন কমবে। পরিবেশগত প্রতিকূলতার কারণেই এমনটা হচ্ছে বলে তিনি মনে করেন।
×