ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় ফের প্রতিমা ভাংচুর

প্রকাশিত: ০৫:৫৮, ১৯ অক্টোবর ২০১৫

সাতক্ষীরায় ফের প্রতিমা ভাংচুর

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সদর উপজেলার বাবুলিয়া হাইস্কুল সংলগ্ন সার্বজনীন দুর্গাপুজো ম-পে দুর্বৃত্তরা তিনটি দুর্গা প্রতিমা ভাংচুর করেছে। শনিবার শেষ রাতে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল জানান, পরিকল্পিতভাবে এ প্রতিমা ভাংচুর করা হচ্ছে। এর আগে গত ৬ অক্টোবর আশাশুনি উপজেলার প্রতাপনগর কর্মকারপাড়া সার্বজনীন দুর্গা ম-পেও পাঁচটি প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা। বাবুলিয়া হাইস্কুল সার্বজনীন দুর্গাপুজো উদযাপন কমিটির সভাপতি অরবিন্দ ম-ল ও সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র ঘোষ জানান, শুক্রবার রাতে আশাশুনির প্রতিমা শিল্পী সঞ্জয় কুমার ম-ল সকল প্রতিমার রং টানার কাজ শেষ করে চলে যান। এরপর প্রতিমা কাপড় দিয়ে মুড়িয়ে দেয়া হয়। রাতে ম-পের পাহারার দায়িত্বে ছিলেন পুজো কমিটির সদস্য অমল পাল, গোপাল কর্মকার, সুমন ঘোষ, গোবিন্দ ঘোষ ও মুকুন্দ আমিন। শনিবার রাত সাড়ে তিনটার দিকে তারা প্রাতঃকর্ম সারার জন্য ম-প ছেড়ে বাড়ি যায়। এরপর দুর্বৃত্তরা এসে তিনটি প্রতিমার বিভিন্ন স্থানে ভাংচুর করে।
×