ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ ॥ তদন্ত কমিটি

প্রকাশিত: ০৫:৫৯, ১৯ অক্টোবর ২০১৫

কক্সবাজারে ভুল  চিকিৎসায় শিশু  মৃত্যুর অভিযোগ ॥ তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সদর হাসপাতালে ভুল চিকিৎসায় রমিজ উদ্দিন নামে ৫ বছর বয়সের এক শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। নিহত শিশু চকরিয়া পূর্ব কাকারার পাহাড়তলীর রফিক উদ্দিনের পুত্র। নিহত শিশুর পিতা জানান, শনিবার একটি গর্তে পড়ে যাওয়ার পর সেখান থেকে উদ্ধার করে প্রথমে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও একইদিন বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এতে তার ছেলে কিছুটা সুস্থ হয়ে ওঠে। রবিবার শিশুর কানে একটি অপারেশন করার কথা ছিল। কিন্তু এর আগেই কক্সবাজার সদর হাসপাতালের নার্স সুমি খাতুন তার পুত্রকে একটি ইন্জেকশন পুশ করার পরপরই তার মৃত্যু ঘটে। কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার আচার্য্য জানান, নিহত রোগীর অভিভাবকের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। সিনিয়র কনসালটেন্ট ডাঃ রফিকুল হাসানকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
×