ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জৌলুস ছড়াচ্ছে চট্টগ্রাম রংপুর

প্রকাশিত: ০৬:০২, ১৯ অক্টোবর ২০১৫

জৌলুস ছড়াচ্ছে চট্টগ্রাম রংপুর

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে চট্টগ্রাম ও রংপুরই শুধু জৌলুস ছড়াতে পারছে। বাকিরা ব্যর্থ হচ্ছে। প্রথম ইনিংসে খুলনা, রাজশাহী ও বরিশালের যে দশা হয়েছে, একই দশা দেখা যাচ্ছে ঢাকা, সিলেট, ঢাকা মেট্রো’র। অল্প রানেই অলআউট হয়ে গেছে। প্রথম স্তর ॥ খুলনা প্রথমদিনেই ১১৭ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় দিন ঢাকা বিভাগও ৪ উইকেট নেয়া মুস্তাফিজুর রহমান ও ৩ উইকেট নেয়া আব্দুর রাজ্জাকের বোলিং নৈপুণ্যের সামনে ১৫৪ রানেই গুটিয়ে যায়। এরপর আবার ফতুল্লায় দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে নিজেদের সামলে নিয়েছে খুলনা। মেহেদী হাসানের ১০৪ রানে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করেছে খুলনা। ঢাকা থেকে ১৬৮ রানে এগিয়ে রয়েছে খুলনা। খুলনায় ঢাকা মেট্রো প্রথমদিনে অলআউট হয়নি। তবে দ্বিতীয় দিনেই ২৪২ রানে গুটিয়ে যায়। এরপর রংপুর ব্যাট করতে নেমে ভালই এগিয়ে চলেছে। ৬ উইকেট হারিয়ে ২৪১ রান করে ফেলেছে। ১ রানে পিছিয়ে আছে রংপুর। দ্বিতীয় স্তর ॥ চট্টগ্রামে রাজশাহী প্রথমদিনেই বিপাকে পড়ে যায়। অলআউট হয়ে যায়। তবে স্বাগতিক দল চট্টগ্রাম দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করছে। তামিম ইকবালের ৬২ রানের পর তাসামুল হকের অপরাজিত ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে ২৩৮ রান করে ফেলেছে চট্টগ্রাম। ৩০ রানে এগিয়েও গেছে। বগুড়ায় প্রথমদিনেই বরিশালের করুণ দশা হয়। সিলেটও একই পথের পথিক হয়। ১৭২ রানেই অলআউট হয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৩ উইকেটে ১৫১ রান করে বরিশাল। সালমান হোসেন অপরাজিত ৭২ রান করেন। ১৩৪ রানে এগিয়ে রয়েছে বরিশাল। স্কোর ॥ চতুর্থ রাউন্ড-দ্বিতীয় দিন শেষে প্রথম স্তর ॥ ঢাকা-খুলনা ম্যাচ খুলনা প্রথম ইনিংস ১১৭/১০; ইমরুল ২৭; মাসুম ৪/১১ ও দ্বিতীয় ইনিংস ২০৫/৪; ৫৬ ওভার (মেহেদী ১০৪, এনামুল হক বিজয় ৬১*, নুরুল ৩৪*; মাসুম ২/৬৪)। ঢাকা প্রথম ইনিংস প্রথম দিন ৭৭/৩; জয়রাজ ৪৯*; মুস্তাফিজ ২/৩৪ ও দ্বিতীয় দিন ১৫৪/১০; ৬৭.৪ ওভার (জয়রাজ ৬৫; মুস্তাফিজ ৪/৪৬, রাজ্জাক ৩/৬০)। ঢাকা মেট্রো-রংপুর ম্যাচ ঢাকা মেট্রো প্রথম ইনিংস প্রথমদিন ২১১/৭; আসিফ ৫৬, শামসুর ৫১; সনজিত ৩/৪৩, তানভির ৩/৭৩ ও দ্বিতীয় দিন ২৪২/১০; ১০৫ ওভার (জাবিদ ২১*; তানভির ৪/৮১)। রংপুর প্রথম ইনিংস ২৪১/৬; ৭৫ ওভার (তানভির ৪২*, নাঈম ৪০; আরাফাত ২/৫৭)। দ্বিতীয় স্তর ॥ চট্টগ্রাম-রাজশাহী ম্যাচ রাজশাহী প্রথম ইনিংস ২০৮/১০; শান্ত ৬৩; ইফতেখার ৫/৬৩। চট্টগ্রাম প্রথম ইনিংস প্রথমদিন ৪৩/০; তামিম ৩৫* ও দ্বিতীয় দিন ২৩৮/৪; ১০৪ ওভার (তাসামুল ৬৬*, তামিম ৬২, ইরফান ৩৮*; সানজামুল ৪/৫৯)। বরিশাল-সিলেট ম্যাচ বরিশাল প্রথম ইনিংস ১৫৫/১০; আল আমিন ৩৬; নাসুম ৪/৩২ ও দ্বিতীয় ইনিংস ১৫১/৩; ৪৬ ওভার (সালমান ৭২*, শাহরিয়ার ৬৭; খালেদ ৩/৩৩)। সিলেট প্রথম ইনিংস প্রথমদিন ৪৫/১; ইমতিয়াজ ২৫* ও দ্বিতীয় দিন ১৭২/১০; ৬৮.২ ওভার (রুম্মন ৬৯; সোহাগ ৩/২৪)।
×