ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাবলীল জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়ালকে হারিয়ে দুইয়ে সেল্টা ;###;ভিগো, রিয়াল মাদ্রিদ ৩-০ লেভান্তে, বার্সিলোনা ৫-২ রায়ো ভায়োকানো, ভিয়ারিয়াল ১-২ সেল্টা ডি ভিগো

নেইমারের হ্যাটট্রিকে বার্সিলোনার বড় জয়

প্রকাশিত: ০৬:০২, ১৯ অক্টোবর ২০১৫

নেইমারের হ্যাটট্রিকে বার্সিলোনার বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সাবলীল জয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। শনিবার নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল ৩-০ গোলে পরাজিত করে লেভান্তেকে। একই দিন পিছিয়ে পড়েও বিশাল জয় পেয়েছে বার্সিলোনা। আসরের বর্তমান চ্যাম্পিয়নরা নেইমারের চার গোলে ভর করে ৫-২ গোলে উড়িয়ে দেয় রায়ো ভায়োকানোকে। একই দিন অন্য ম্যাচে ভ্যালেন্সিয়া ৩-০ গোলে মালাগাকে ও এস্পানিওল ৩-১ গোলে হারায় রিয়াল বেটিসকে। রবিবার ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে চমক অব্যাহত রেখেছে সেল্টা ডি ভিগো। এই জয়ের ফলে গোলগড়ে পিছিয়ে থেকে দুই নম্বরে অবস্থান করছে দলটি। বর্তমানে আটটি করে ম্যাচ শেষে রিয়াল, সেল্টা ও বার্সা তিনদলেই ভা-ারে সমান ১৮ পয়েন্ট করে। তবে গোলগড়ে এগিয়ে থেকে রিয়াল এক, সেল্টা দুই ও বার্সার অবস্থান তিন নম্বরে। ফিফা বর্ষসেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড গড়া ম্যাচে লেভান্তেকে সহজেই হারায় রিয়াল। রিয়ালের হয়ে ৩১০ ম্যাচে ৩২৪ গোল করে রোনাল্ডো সাবেক তারকা রাউল গঞ্জালেসের রেকর্ড ছাড়িয়ে এখন স্প্যানিশ পরাশক্তিদের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। সান্টিয়াগো বার্নাব্যুতে ম্যাচের সবটুকু আলো ছিল রোনাল্ডোকে ঘিরে। সমর্থকদের হতাশও করেননি সি আর সেভেন। মার্সেলোর ২৭ মিনিটের গোলে এগিয়ে যাওয়ার তিন মিনিট পর রোনাল্ডো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। সেই সঙ্গে মাদ্রিদের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডও গড়েন। বিরতির পর ম্যাচে ৮১ মিনিটে জেমস রড্রিগুয়েজের গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে গ্যালাক্টিকোরা। ইনজুরির কারণে ম্যাচটি খেলতে পারেননি সার্জিও রামোস, লুকা মডরিচ, জেমস রড্রিগুয়েজ ও করিম বেনজেমা। তবে রাফায়েল বেনিতেজের শিষ্যদের সহজ জয় তুলে নিতে তারকাদের অনুপস্থিতি কোন বাধা হয়ে দাঁড়ায়নি। ম্যাচ শেষে কোচ বেনিতেজ দলের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করেন। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের দুর্দান্ত পারফর্মেন্সে রায়ো ভায়োকানোর বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সিলোনা। ম্যাচটিতে নেইমার চার গোল করে ইনজুরি আক্রান্ত লিওনেল মেসির অনুপস্থিতি বুঝতে দেননি। অবশ্য ন্যুক্যাম্পে মাচের ১৫ মিনিটে জাভি গুয়েরার গোলে এগিয়ে যায় ভায়োকানো। এই গোলের পর অনেকেই মনের কোনে ফের দুশ্চিন্তা ভর করতে থাকে। কিন্তু ২২ ও ৩২ মিনিটে পরপর দুটি পেনাল্টিতে গোল করে নেইমার বিরতির আগে বার্সিলোনাকে এগিয়ে নেন। বিরতির পর পর দুই মিনিটে দুই গোল করে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি নেইমার বার্সিলোনার জয়ও নিশ্চিত করেন। ৭৭ মিনিটে লুইস সুয়ারেজ দলের হয়ে পঞ্চম গোলটি করলে বড় জয়ের অপেক্ষায় ছিল বার্সা। ৮৬ মিনিটে সানচেজ রুইজ ভায়োকানোর হয়ে আরেকটি সান্ত¡নার গোল করেন। শেষ পর্যন্ত ৫-২ গোলের বিশাল জয় পায় বার্সিলোনা। এর ফলে আগের ম্যাচে সেভিয়ার কাছে ২-১ গোলে হারের পর ফের জয়ের ধারায় ফিরেছে লুইস এনরিকের দল। ম্যাচ শেষে তৃপ্ত নেইমার বলেন, এই জয়ে আমি দারুণ খুশি। বিশেষ করে আমরা যেভাবে খেলেছি তা ছিল অসাধারণ। দলের প্রত্যেকেই অভিনন্দন পাওয়ার যোগ্য। তবে জয়টা কঠিন ছিল। রায়োতে বেশ কয়েকজন ভাল খেলোয়াড় আছে। আমাদের কষ্ট হয়েছে তবে আমরা নিজেদের কাজটা করতে পেরেছি। ব্রাজিলিয়ান অধিনায়ক আরও বলেন, আমাদের সঙ্গে আপাতত মেসি নেই। সে আমাদের সেরা তারকা। তার অভাব পূরণের জন্য আমরা নিজেদের সর্বোচ্চ দেয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা সফল হব। মেসিও দ্রুত ফিরে আসবে।
×