ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাদের সিদ্দিকী ও তার স্ত্রীর আপীল ইসিতে খারিজ

প্রকাশিত: ০৭:৩০, ১৯ অক্টোবর ২০১৫

কাদের সিদ্দিকী ও তার স্ত্রীর আপীল ইসিতে খারিজ

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশনে আপীল করেও মনোনয়ন টেকাতে পারলেন না কাদের সিদ্দিকী ও তার স্ত্রী। টাঙ্গাইল উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন বহাল রাখতে আপীল করেছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকী। খেলাপী ঋণের কারণে তাদের মনোনয়ন বাতিল হয়ে গেছে। রবিবার সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ ও চার নির্বাচন কমিশনারের উপস্থিতিতে শুনানি শেষে তাদের আপীল আবেদন নাকচ করে দেয়া হয়। ফলে বড় ভাই লতিফ সিদ্দিকীর ছেড়ে দেয়া এই আসনে নির্বাচন করার আশা পূরণ হচ্ছে না কাদের সিদ্দিকীর। তবে তার আইনজীবী এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন। প্রার্থিতা বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার দেয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপীল করেছিলেন কাদের ও নাসরিন। রায়ের বিষয়টি জানিয়ে বিকেলে ইসির আইন শাখার উপ-সচিব মহসিনুল হক বলেন, ‘তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার আপীল আবেদন খারিজ হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই বহাল রয়েছে।’ অন্যদিকে সিদ্দিকী দম্পতির আইনজীবী রফিকুল ইসলাম বলেন, তারা উচ্চ আদালতে আপীল করবেন।
×