ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিয়ার ইন্সপেকশন শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন ঘটাবে ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৭:৪৯, ১৯ অক্টোবর ২০১৫

পিয়ার ইন্সপেকশন শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন ঘটাবে ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন উদ্ভাবিত ‘পিয়ার ইন্সপেকশন’ কর্মসূচী শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি মানোন্নয়নে ভূমিকা রাখবে। রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে শিক্ষাপ্রতিষ্ঠানের পিয়ার ইন্সপেকশন (এক প্রতিষ্ঠান দ্বারা অপর প্রতিষ্ঠানের নিরীক্ষা) কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ডিআইএ’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিয়ার ইন্সপেকশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ্ আল হাসান চৌধুরী, ডিআইএ’র পরিচালক অধ্যাপক মফিজ উদ্দিন আহমদ ভূঁইয়া। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষার দায়িত্বে নিয়োজিত পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর (ডিআইএ) এর পক্ষে প্রতিষ্ঠানটির অত্যন্ত সীমিত জনবল দিয়ে সারাদেশে ৩৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের কাজ পরিচালনা করা একেবারেই অসম্ভব। তাই স্বচ্ছতায় ও জবাবদিহিতে বিশ্বাসী শেখ হাসিনার সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে পিয়ার ইন্সপেকশন কর্মসূচী চালু করেছে। মন্ত্রী পিয়ার ইন্সপেকশন পদ্ধতির বিস্তারিত তুলে ধরে বলেন, এ কর্মসূচীতে একই ধরনের প্রতিষ্ঠানসমূহ নিজেদের নিজেরাই পরিদর্শন ও নিরীক্ষা করবে। নিজেদের ভাল খারাপ ত্রুটি-বিচ্যুতি নিজেরাই খুঁজে বের করবে। অন্য প্রতিষ্ঠানের ভাল বিষয় নিজের প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে অনুসরণের সুযোগ থাকবে। প্রতিষ্ঠান প্রধান পর্যায়ের এসব পরিদর্শনের বিস্তারিত প্রতিবেদন সবার জানার জন্য ডিআইএ’র ওয়েবসাইটে আপলোড করতে হবে। এর আগে শিক্ষামন্ত্রী সকালে মতিঝিল মডেল স্কুল এ্যান্ড কলেজে পিয়ার ইন্সপেকশন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ ও মতিঝিল মডেল স্কুল এ্যান্ড কলেজ নতুন এ কর্মসূচীর আওতায় নিজেদের ইন্সপেকশন করবে বলে কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে সিদ্ধান্ত হয়।
×