ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেনিসে দুই সার্বিয়ানের শিরোপা জয়

প্রকাশিত: ১৯:৩০, ১৯ অক্টোবর ২০১৫

টেনিসে দুই সার্বিয়ানের শিরোপা জয়

অনলাইন ডেস্ক ॥ বিশ্ব টেনিসে এখন সার্বিয়ানদের বেশ দাপট। সেই কথা প্রমাণ করতেই যেন একই দিনে দুটি ভিন্ন স্থানে শিরোপা জিতে নিলেন দুই সার্বিয়ান তারকা, নোভাক জকোভিচ ও জেলেনা জাঙ্কোভিচ। চীনে সাংহাই মাস্টার্স ওপেন টেনিসের শিরোপা জিতে নিয়েছেন নোভাক জকোভিচ। আসরের ফাইনালে ফরাসী তারকা জো-উইলফ্রেইড সোঙ্গাকে হারিয়েছেন বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান পুরুষ তারকা। জকোভিচ জয় পেয়েছেন ৬-২, ৬-৪ সরাসরি সেটে। সব ধরনের আসর মিলিয়ে চলতি বছর এটি জকোভিচের নবম শিরোপা। অন্যদিকে, সাংহাই মাস্টার্সের গত ৪টি আসরে এটি সার্বিয়ান তারকাটির তৃতীয় শিরোপা জয়। এদিকে, চীনে জকোভিচের শিরোপা উৎসবের সামান্য সময় পরই হংকংয়ে শিরোপা আনন্দে মেতে উঠেছেন জকোভিচের স্বদেশী প্রমীলা তারকা জেলেনা জাঙ্কোভিচ। হংকং ওপেনের শিরোপা জিতে নিয়েছেন তিনি। ফাইনালে জাঙ্কোভিচ হারিয়েছেন জার্মানির তারকা অ্যাঞ্জেলিক কেরবারকে। যদিও প্রথম সেটে হেরেই গিয়েছিলেন জাঙ্কোভিচ। তবে শেষ অব্দি ৩-৬, ৭-৬(৪), ৬-১ সেটে জয় পেয়েছেন বিশ্বের সাবেক নাম্বার ওয়ান প্রমীলা তারকা। চলতি বছর এটি জেলেনা জাঙ্কোভিচের দ্বিতীয় শিরোপা। পাশাপাশি, এটি তার পেশাদার ক্যারিয়ারে ১৫তম ডব্লিউটিএ শিরোপা।
×