ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগঞ্জের জমিদার বাড়ী থেকে চুরি হওয়া শিবলিঙ্গ উদ্ধার

প্রকাশিত: ১৯:৩১, ১৯ অক্টোবর ২০১৫

হবিগঞ্জের জমিদার বাড়ী থেকে চুরি হওয়া শিবলিঙ্গ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ সদর উপজেলাধীন সুঘর গ্রামে অভিযান চালিয়ে মূল্যবান একটি কস্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে র‌্যাব। রবিবার রাতে র‌্যাব-৯ এর সদর দপ্তর থেকে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি টীম অভিযান চালালে ওই শিবলিঙ্গটি উদ্ধার হয়। এসময় পুরার্কীতি সংঘবদ্ধ দলের অন্যতম হোতা আলী হোসেন (৫৬) কে আটক করে র‌্যাব। আটককৃত আলীর বাড়ী হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামে। তার বাবার নাম নুর হোসেন। জিজ্ঞাসাবাদে আলী র‌্যাবকে জানায়, ওই গ্রামের এক জমিদার বাড়ী থেকে শিব লিঙ্গটি সম্প্রতি চুরি করা হয়। একটি সংঘবদ্ধ দল এসব মূল্যবান পুরার্কীতি বিদেশে পাচার করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
×