ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খরাসহিষ্ণু ও স্বল্পমেয়াদি ব্রি ধান ৫৬ ॥ নীলফামারীতে মাঠ দিবস

প্রকাশিত: ২০:৩২, ১৯ অক্টোবর ২০১৫

খরাসহিষ্ণু ও স্বল্পমেয়াদি ব্রি ধান ৫৬ ॥ নীলফামারীতে মাঠ দিবস

স্টাফ রির্পোটার, নীলফামারী॥ উত্তরাঞ্চলে একই জমিতে খরাসহিষ্ণু স্বল্পমেয়াদে চারটি ফসল উৎপাদনের আওতায় ব্রি ধান ৫৬ পরীক্ষামুলকভাবে আবাদ করে সাফল্য পেয়েছে কৃষককুল। ১০৮ দিন সময়ের মধ্যে প্রতিবিঘা জমিতে কৃষকরা ১৬ মন করে ধান ঘরে তুলতে পেরেছে। বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় ও আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে কৃষি গবেষণা ফাউন্ডেশন(কেজিএফ) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর সহযোগিতায়এবার পরীক্ষামুলকভাবে এই ধান রংপুর ও দিনাজপুর কৃষি অঞ্চলের নীলফামারী সহ ৮ জেলায় আবাদ করা হয়েছিল এক হাজার ৫৫০ বিঘা জমিতে। এর মধ্যে নীলফামারীতে সাড়ে ৩শত বিঘা, দিনাজপুরে চারশত বিঘা, গাইবান্ধায় তিনশত বিঘা, রংপুরে একশত বিঘা,লালমনিরহাটে একশত বিঘা, ঠাকুরগাঁয়ে দেড়শত বিঘা, পঞ্চগড়ে দেড়শত বিঘা। মেলাবর বাবুপাড়া গ্রামের চাষী কৃষ্ণ চন্দ্র আজ সোমবার জানায় তিনি চলতি বছরের ২৫ জুলাই ২০১৫ তারিখে ৩০ শতক জমিতে ব্রি ধান ৫৬ রোপন করেন তা ১০৮ দিনে কর্তন করেন ১৬ মন ধান পেয়েছেন। কৃষক তহমিনা বেগম বলেন এই ধান কর্তন করে আগাম আলু/সরিষা লাগানো যায় যা তাকে উৎসাহিত করেছে।
×