ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে মানসম্মত শিক্ষা বিষয়ে মতবিনিময় সভা

প্রকাশিত: ২০:৪৪, ১৯ অক্টোবর ২০১৫

দুর্গাপুরে মানসম্মত শিক্ষা বিষয়ে মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর(নেত্রকোনা)॥ জেলার দুর্গাপুরে সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায়, সোসাইটি ফর আন্ডার প্রিভিলেজ্ড ফ্যামিলিজ সাফ এর আয়োজনে প্রাতিষ্টানিক স্কুল শিক্ষকদের সাথে মানসম্মত শিক্ষা, শিশু অধিকার এবং শিশু শ্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয় সোমবার। দিনব্যাপি এ কর্মসূচী অনুষ্টিত হয় দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্রে হলরুমে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শিশু সংবেদনশীল সামাজিক সুরক্ষা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নিশাত মুনির, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিনয় চন্দ্র শর্মা, বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি মোঃ মোহন মিয়া, মূল আলোচক এডুকেশান স্পেসালিষ্ট জাহিদুল ইসলাম জাহিদ, অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন এরিয়া কোঅর্ডিনেটর নিতাই সাহা, শিক্ষক চন্দন দাস, মিল্কা দেবী, সুলতানা নাসরিন, দীপিকা রানী বর্মন, নজরুল ইসলাম, দুলাল চক্রবর্ত্তী প্রমূখ। আলোচনায় বক্তারা বলেন, শিক্ষকরা দেশ গড়ার কারিগর, একজন শিক্ষক সৎ, আদর্শ, নিষ্টাবান, নিবেদিত হয়ে শিক্ষা দান করতে পারলে মানসম্মত এবং আদর্শবান ছাত্র তৈরী হবে এবং এক সময় দেশের শতভাগ মানুষ শিক্ষিত হবে, সুন্দর সমাজ প্রতিষ্টা হবে এবং বিশ্বের মাঝে সুশিক্ষিত জাতি হিসাবে পরিচিতি পাবে।
×