ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে ৩৫৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে

প্রকাশিত: ২০:৫১, ১৯ অক্টোবর ২০১৫

কিশোরগঞ্জে ৩৫৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে

নিজস্ব সংবাদদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে শারদীয় দুর্গোৎসবে জেলার ১৩টি উপজেলায় ৩৫৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার সকালে মন্ডপে মন্ডপে আগ্রহ ভরে পূজারিরা ষষ্ঠীপূজার মধ্যদিয়ে দেবীকে বরণ করেছে। দুর্গোৎসবকে নির্বিঘœ করতে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এর আগে কারিগররা ম-পে ম-পে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন করেছে। অপরূপ সাজে সাজানো হয়েছে মা দুর্গাদেবীকে। প্রতিটি ম-পেই তোড়ন নিমার্ণসহ রঙবেরঙয়ের আলোকসজ্জা করা হয়েছে। দুর্গোৎসবে মা দেবী দুর্গা যেন সকলের মঙ্গল দেন, সে কামনা করছেন সনাতন ধর্মালম্ভীরা। জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট বিজয় শংকর রায় জানান, এ বছর মা দুর্গা ঘোড়ায় আসবে আর দোলায় চড়ে গমন করবেন। তিনি পূজাকে উৎসব মুখর ও নির্বিঘœ করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জানান, দুর্গাপূজাকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
×