ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় ৫৫৯টি মন্দির ও মন্ডপে দুর্গাপুজা ॥ সরকারি সহায়তা

প্রকাশিত: ২১:৫০, ১৯ অক্টোবর ২০১৫

গাইবান্ধায় ৫৫৯টি মন্দির ও মন্ডপে দুর্গাপুজা ॥ সরকারি সহায়তা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ শারদীয় দূর্গোৎসবের সোমবার ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়। রোববার দেবীর বোধনের মধ্য দিয়ে মর্তে আহবান করা হয়েছে। গাইবান্ধা শহরের প্রতিটি মন্দির ও পুজা মন্ডপ চত্বর রং বেরংয়ের আলোক মালায় সাজানো হয়েছে। মন্ডপগুলোও সাজানো হয়েছে বর্ণিল সাজে। জেলার ৫৫৯টি মন্দির ও মন্ডপে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার জানান, গাইবান্ধা পৌর এলাকার ১৯টিসহ জেলার সাত উপজেলায় এবারে ৫৫৯টি মন্দির ও মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে সুন্দরগঞ্জ উপজেলায় ১১৯, সাদুল্যাপুরে ৯৫, পলাশবাড়িতে ৬২, গোবিন্দগঞ্জে ১০৮, সাঘাটায় ৬৩, ফুলছড়িতে ১৭ এবং সদর উপজেলায় ৯১টি মন্দির ও পূজা মন্ডপ। অপরদিকে পূজা নির্বিঘœ করতে প্রত্যেক উপজেলায় মন্দিরগুলোর আইন শৃংখলা রক্ষায় একটি করে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই সাথে মন্দির কমিটির উদ্যোগেও স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনসহ পুলিশ, র‌্যাবের পক্ষ থেকে পূজা উদযাপনকালিন আইন শৃংখলা রক্ষায় ব্যাপক তৎপরতা অব্যাহত রয়েছে।
×