ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান চলবে

প্রকাশিত: ২২:৩৮, ১৯ অক্টোবর ২০১৫

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান চলবে

স্টাফ রিপোর্টার ॥ সাময়িক জনভোগান্তি হলেও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিস) কার্যালয়ে প্রতিষ্ঠানটির ডিপো ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, জনভোগান্তি সাময়িকভাবে যতই হোক, গণপরিবহনগুলো যেন সরকার নির্ধারিত ভাড়া নিতে বাধ্য হয়, সেজন্য অভিযান অব্যাহত থাকবে। তিনি দাবি করেন, রাজধানীর গণপরিবহনগুলোর ৬০ শতাংশ সরকার নির্ধারিত ভাড়া আদায় করছে, আর ৪০ শতাংশ আদায় করছে অতিরিক্ত ভাড়া। এসময় বিআরটিসি বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন ওবায়দুল কাদের। মন্ত্রী একইসঙ্গে বিআরটিসি বাসগুলো যেন অপরিষ্কার ও নোংরা না থাকে এবং এ নিয়ে আর যেন কোনো যাত্রী অভিযোগ না আসে সেজন্য বিআরটিসির চেয়ারম্যান ও কর্মকর্তাদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। বৈঠকে বিআরটিসির চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, রাষ্ট্রীয় পরিবহন প্রতিষ্ঠান বিআরটিসি এখন লাভজনক অবস্থানে রয়েছে।
×