ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গঠনতন্ত্র মেনে সম্মেলন ও কমিটি গঠনের দাবি

প্রকাশিত: ২২:৪২, ১৯ অক্টোবর ২০১৫

গঠনতন্ত্র মেনে সম্মেলন ও কমিটি গঠনের দাবি

স্টাফ রিপোর্টার ॥ গণতান্ত্রিক ও গঠনতন্ত্র অনুযায়ি জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সম্মেলন ও নতুন নেতৃত্ব নির্বাচনের জোড় দাবি জানিয়েছেন দলটির তৃনমূলের নেতাকর্মীরা। আসন্ন সম্মেলন উপলক্ষে সোমবার রাজধানীতে অনুষ্ঠিত এক যৌথ সভার এ দাবি জানান তারা। নেতৃবৃন্দ বলেন, গঠনতন্ত্র মেনে নেতৃত্ব নির্বাচন হলে যে কেউ নিজের ইচ্ছামত পদ কেড়ে নিতে পারবে না। তৃনমূলের নেতাকর্মীদের কমিটিতে জায়গা হবে। মূল্যায়ন হবে সবার। এতে দল আরো শক্তিশালী হবে বলে মনে করেন তারা। ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ও তেজগাঁও থানার সভাপতি হাজী সিরাজ এর সভাপতিত্বে বনানী স্টার কাবাব রেষ্টুরেন্টে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব দেওয়ান আলী, নুরুল ইসলাম নুরু, আমানত হোসেন, গোলাম আহমদ মিলু চৌধুরী, জাকির হোসেন জিকু, মুহাম্মদ আলী বাবু, জাকির হোসেন, কাজী আবুল খায়ের, আশিকুল আমিন, মোহাম্মদ আলী, মোঃ ইসমাইল হোসেন, মোঃ হারুন পাটোয়ারী প্রমুখ।
×