ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাচ্চা চুরির সন্দেহে ঢামেকে ২ নারী আটক

প্রকাশিত: ২২:৪২, ১৯ অক্টোবর ২০১৫

বাচ্চা চুরির সন্দেহে ঢামেকে ২ নারী আটক

অনলাইন রিপোর্টার ॥ বাচ্চা চুরির সন্দেহে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে দুই নারীকে আটক করে পুলিশে দিয়েছে দায়িত্বরত আনসার সদস্যরা। হাসপাতালের ১০৪ নম্বর ওয়ার্ড থেকে সোমাবার দুপুর ১২টায় তাদের আটক করা হয়। তারা হলেন— নূর বেগম (৪২) ও তার বড় বোন রওশন আরা বেগম (৫৫)। রওশন আরা বেগম জানান, তারা ঢাকা জেলার দোহায় থাকেন। তার মেয়ে আসমার পরপর দুই সন্তান মারা যায়। এতে তার মেয়ে মানসিকভাবে খুব ভেঙে পড়ে। এ কারণে মেয়ের জন্য বিভিন্ন জায়গায় তারা বাচ্চা খুঁজতে যান। সকালে ঢামেক হাসপাতাল এসে ১০৪ নম্বর ওয়ার্ডের এক আয়ার কাছে বাচ্চা পাওয়া যাবে কি না খোঁজ নেন। এ সময় আয়া সেখানে দায়িত্বরত আনসার সদস্যদের দিয়ে তাদের ধরিয়ে দেন। পরে তাদের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানের রুমে নিয়ে যাওয়া হয়। মিজানুর রহমান জানান, যেহেতু ওই দুই নারীর কোনো আত্মীয় হাসপাতালে নেই। সেহেতু তারা সুযোগ পেলে বাচ্চা চুরি করতে পারত। এমন সন্দেহ হওয়ায় তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
×