ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আটদিন ধরে মংলা বন্দরে ভাসছে পচা গমের জাহাজ

প্রকাশিত: ২৩:২৯, ১৯ অক্টোবর ২০১৫

আটদিন ধরে মংলা বন্দরে ভাসছে পচা গমের জাহাজ

নিজস্ব সংবাদদাতা, মংলা॥ আটদিন ধরে মংলা বন্দরে হারবায়িয়া এলাকায় ভাসছে পচা গমের জাহাজ । এমন অভিযোগ তুলেছেন মংলা বন্দর আমদানি গম খালাস তদারকি কমিটি। তারা বলছেন ২১ হাজার টন পচাগম ফ্রান্স থেকে আমদানি করা হয়েছে । যা মানবদেহের জন্য ভয়ংঙ্কর । তাই এ গম গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা । গম খালাস তদারকি কমিটির খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কাজী নূরুল ইসলাম সোমবার এ প্রতিবেদককে জানান, ফ্রান্স থেকে আমদানি করা গম নিয়ে সাইপ্রাসের পতাকাবাহী জাহাজ এমভি পিনটেল ১২ অক্টোবর দুপুরে মংলা বন্দরে প্রবেশ করে। । তিনি আরো বলেন- গমের মান পরীক্ষার ৬ সদস্যের কমিটি ১৩ অক্টোবর জাহাজে গিয়ে গম সরেজমিনে দেখে ও নমুনা সংগ্রহ করে। পরীক্ষায় নিম্নমান এবং খাবার অনুপোযোগী থাকায় গম গ্রহণে অস্বীকৃতি জানানো হয়। ৫২ হাজার ৫০০ টন গমবোঝাই করে ৫/৬ মাস ধরে সাগরে ভাসছে জাহাজটি। এতে ১৯ ক্রু রয়েছেন, যার বেশিরভাগই জর্জিয়ার নাগরিক। তবে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কাজী নূরুল ইসলাম জোর দিয়ে জানান, নিম্নমানের গম কোনো অবস্থাতেই খুলনায় খালাস করা হবে না। ওই গম মানবদেহের জন্য উপযোগী নয়, তবে পশু বা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে।
×