ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জ থেকে অপহৃত যুবক সিদ্ধিরগঞ্জে উদ্ধার ॥ গ্রেফতার ৩

প্রকাশিত: ২৩:৪৩, ১৯ অক্টোবর ২০১৫

রূপগঞ্জ থেকে অপহৃত যুবক সিদ্ধিরগঞ্জে উদ্ধার ॥ গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত যুবক মাজহারুল ইসলাম মিঠু (১৯) কে ২ দিন পর সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে রবিবার রাত ১০টায় উদ্ধার করা হয়েছে। আদমজীর র‌্যাব-১১, সিপিএসসি’র সদস্যরা তাকে উদ্ধার করে। এ সময় তারা মাহাবুব আলম, মোশারফ হোসেন ও মোসলেম উদ্দিন নামে ৩ অপহরণকারীকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে আদমজীর র‌্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির থেকে এ তথ্য জানানো হয়। মিঠু সোনারগাঁও থানার নাজিরপুর গ্রামের বাসিন্দা তারা মিয়ার ছেলে। র‌্যাব জানায়, গত শুক্রবার বিকেল ৪টায় মাজহারুল ইসলাম মিঠু তার বোনের বাড়ি রূপগঞ্জের পেরাব বাজার হতে সোনারগাঁয়ের নিজ বাড়িতে ফেরার পথে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাকে সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন স্থানে আটক রেখে অপহৃতের ভগ্নিপতির মোবাইলে ফোন মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা দাবি করে দ্রুত বিকাশ করতে বলে। মিঠুর পরিবার বিভিন্ন বিকাশ নম্বর থেকে অপহরণকারীদের ৬০ হাজার টাকা পরিশোধ করেন। মিঠুর বাবা তারা মিয়া রবিবার আদমজীর র‌্যাব-১১ এর কার্যালয়ে এসে অপহরণের বিষয়ে অভিযোগ দেন। পরে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ্ উদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি দল সোমবার রাত ১০টায় মিঠুকে উদ্ধার করে। এ সময় তারা তিন অপহরণকারীদের গ্রেফতার করে।
×