ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে বেতন বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি

প্রকাশিত: ০০:০২, ১৯ অক্টোবর ২০১৫

ঠাকুরগাঁওয়ে বেতন বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ৮ম জাতীয় বেতন স্কেলে বেতন বৈষম্য নিরসনের দাবিকে অগ্রাহ্য করে অধ্যাপকদের বেতন স্কেল অবনমনের প্রতিবাদে ও সিলেকশন গ্রেড টাইম স্কেল পূর্নবহাল, স্কেল আপগ্রেডের দাবিতে ঠাকুরগাঁও সরকারী কলেজের শিক্ষকগন সোমবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। ঠাকুরগাঁও সরকারি কলেজ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আয়োজনে এ কর্মবিরতি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সরকারি কলেজ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া মন্ডল, সাধারণ সম্পাদক আক্তারুল ইসলামসহ সমিতির সকল সদস্যবৃন্দ। তাদের দাবি অতিদ্রুত মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
×