ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল ফ্যাক্টরী মালিকের এক বছর জেল

প্রকাশিত: ০০:১৭, ১৯ অক্টোবর ২০১৫

মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল ফ্যাক্টরী মালিকের এক বছর জেল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের মুক্তারপুর সরকারপাড়ার ফ্যাক্টরী থেকে ৩০ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার এবং মালিকে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে র‌্যাব-১১ নিয়ে ভ্রাম্যান আদালত আকস্মিক চঞ্চল মনোফিলামেন্ট নামের ফ্যাক্টরীতে অভিযান চালায়। সেখানে তিনটি মেশিনে অবৈধ এই কারেন্ট জাল তৈরী করা হচ্ছিল। হাতে নাতে ধরার পর সেখানে উপস্থিত ফ্যাক্টরীটির মালিক আব্দুস সাত্তারকে (৫৮) এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করে জেল হাজতে প্রেরন করা হয়। র‌্যাবের সহকারী পুলিশ সুপার শাহ শিবলী সাবিদ জানান, গেইট বন্ধ করে অতি গোপনে অবৈধ এই জাল তৈরী করছিল। ভ্রাম্যমান আদালতটির বিচারক ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন জানান, পরে জালগুলো ধলেশ্বরী পারে এনে বিনষ্ট করা হয়। আইনী জটিলতার কারণে ফ্যাক্টরীটি সিলা গালা করা যায়নি, তবে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাজাদা খসরু জানান, কারেন্ট জাল মৎস্য সম্পদকে ধংস করছে। তাই আইন করে এই জাল নিষিদ্ধ করা হয়েছে। এরপরও মামলা-মোকদ্দমা দিয়ে দীর্ঘ দিন এই জাল তৈরী করে আসছিল। সেগুলে নিম্পত্তির পর এই জাল তৈরী বন্ধ করা হয়। কিন্তু এর পরও গোপানে জাল তৈরী হচ্ছিল।
×