ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রায়পুরে মাতৃছায়া হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশিত: ০০:৩৩, ১৯ অক্টোবর ২০১৫

রায়পুরে মাতৃছায়া হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান

সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুর রায়পুরে মাতৃছায়া হাসপাতাল (প্রাঃ) ও ফরিদ ডায়াগষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন এ জরিমানা আদায় করেন। এসময় ভোক্তা অধিকার আইন লঙ্ঘন, হাসপাতালে কর্মরত সেবিকাদের কাগজপত্র না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ, সেবা মূল্য তালিকা না থাকা ইত্যাদি কারনে মাতৃছায়া হাসপাতালকে ২০ হাজার টাকা এবং ফরিদ ডায়াগষ্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা আদয় করা হয় । ভ্রম্যমান আদালত আগামী ৭ দিনের মধ্যে প্রতিষ্ঠান দুটিকে মূল্য তালিকা এবং সেবিকাদের কাগজপত্র দেখানোও নির্দেশ প্রদান করেন।
×