ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জিডিপি প্রবৃদ্ধির হিসাব পাওয়া যাবে তিন মাসে

প্রকাশিত: ০০:৩৬, ১৯ অক্টোবর ২০১৫

জিডিপি প্রবৃদ্ধির হিসাব পাওয়া যাবে তিন মাসে

অর্থনৈতিক রিপোর্টার ॥ উন্নত বিশ্বের মতো তিন মাস অন্তর জিডিপি প্রবৃদ্ধির হিসাব দিতে কাজ করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। তবে এটি শুরু করতে বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন সংস্থাটির ভারপ্রাপ্ত মহাপরিচালক বাতিুল আমীন ভূঁইয়া। আগামীকাল পালিত হচ্ছে বিশ্ব পরিসংখ্যান দিবস২০১৫। এ উপলক্ষে সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচীর বিস্তারিত তুলে ধরা হয়েছে। এসময় তিনি এ তথ্য জানান। রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি প্রফেসর ড.এম নুরুল ইসলাম ও বিবিএস এর সাবেক পরিচালক শামসুল আলম। এতে জানানো হয় উন্নত পরিসংখ্যান, উন্নত জীবন শ্লোগানকে সামনে রখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাঙলাদেশেও মঙ্গলবার পালিত হবে বিশ্ব পরিসংখ্যান দিবস। এ উপলক্ষ্যে র‌্যালী, জাতীয় সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
×