ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা

প্রকাশিত: ০০:৫৯, ১৯ অক্টোবর ২০১৫

বরিশালের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ক্ষমতার অপব্যবহার করে পরিষদের বিপুল অংকের টাকা আত্মসাত, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, মেম্বারদের অবমূল্যায়ন এবং সালিশ-মীমাংসার নামে প্রতিপক্ষের কাছ থেকে উৎকোচ আদায়ের অভিযোগে সোমবার দুপুরে জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খলিফার বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন ইউপি সদস্যরা। জানা গেছে, ইউনিয়ন পরিষদের ১১জন ইউপি সদস্যর মধ্যে ১০জন সদস্য রেজুলেশনের মাধ্যমে এ অনাস্থা প্রস্তাব করে অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন। সূত্রমতে, ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান রুস্তুম আলী মোল্লার মৃত্যুর পর ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নাছির উদ্দিন খলিফা সরকারি অনুমোদন ছাড়াই ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনে মেতে ওঠেন।
×