ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ০০:৫৯, ১৯ অক্টোবর ২০১৫

ডিএসইতে ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫ কোম্পানির ২৬ লাখ ৫৫ হাজার ৮৮৬টি শেয়ার মোট ১৪ বার লেনদেন হয়েছে। যার বাজার দর ২৩ কোটি ২৮ লাখ ৩২ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য পাওয়া যায়। ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো হলো : ব্র্যাক ব্যাংক, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, অলিম্পিক, স্কয়ার ফার্মা এবং সানলাইফ ইন্স্যুরেন্স। সোমবার ব্লক মার্কেটে ব্র্যাক ব্যাংকের ১০ লাখ ৫৯ হাজার শেয়ার ২ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৫ কোটি ১৭ লাখ ৯৫ হাজার টাকা। এইদিন কোম্পানিটির শেয়ার দর ৪৯ টাকা থেকে ৪৮.৯০ টাকা পর্যন্ত ওঠানামা করে। মোজাফফর হোসেন স্পিনিং মিলসের ১০ লাখ ৩০ হাজার শেয়ার ৪ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৪ কোটি ১২ লাখ টাকা। এইদিন কোম্পানিটির শেয়ার দর ৪০ টাকায় অপরিবর্তীত ছিল। অলিম্পিকের ৪ লাখ শেয়ার ৫ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ১২ কোটি ২০ লাখ টাকা। এইদিন কোম্পানিটির শেয়ার দর ৩০৫ টাকায় অপরিবর্তীত ছিল। স্কয়ার ফার্মার ৬২ হাজার ৫ শত শেয়ার ২ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ ১৮ হাজার টাকা। এইদিন কোম্পানিটির শেয়ার দর ২৪০ টাকায় অপরিবর্তীত ছিল। সানলাইফ ইন্স্যুরেন্সের ১ লাখ ৪ হাজার ৩৮৬টি শেয়ার ১ বার লেনদেন হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ২৮ লাখ ১৮ হাজার টাকা। একই দিনে কোম্পানিটির শেয়ার দর ২৭ টাকায় অপরিবর্তীত ছিল।
×