ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শচীনের পাশে ডি’কক

প্রকাশিত: ০২:১৬, ২০ অক্টোবর ২০১৫

শচীনের পাশে ডি’কক

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ক্রিকেটে ১শ’ সেঞ্চুরি হাঁকানো একমাত্র ব্যাটসম্যান। দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে ব্যাট হাতে গড়েছেন রেকর্ডের পর রেকর্ড। তিনি ভারতীয় ক্রিকেটঈশ্বর শচীন রমেশ টেন্ডুলকর। ব্যাটিং কারিশমায় তার তুলান কেবল তিনি নিজেই। সেই শচীনকে কি না স্পর্শ করলেন পুচকে কুইন্টন ডি’কক! আশ্বর্যের বৈকি। সবচেয়ে কম ইনিংসে কোন একটি দেশের বিপক্ষে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরিতে গ্রেট শচীনকে ছুঁয়েছেন ২২ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান। রাজকোটের তৃতীয় ওয়ানডেতে ভারতকে ২২ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১এ এগিয়ে যায় প্রোটিয়ারা। ম্যাচে ১০৩ রানের দুরন্ত এক ইনিংস উপহার দেন ডি’কক। ৫০তম ওয়ানডেতে ডি’ককের এটি সপ্তম সেঞ্চুরি। যার চারটিই হাঁকালেন ভারতের বিপক্ষে, তাও মাত্র ৭ ইনিংসে! স্পর্শ করলেন কোনো এক দলের বিপক্ষে সবচেয়ে কম ইনিংসে ৪ সেঞ্চুরির রেকর্ড। এর আগে কেনিয়ার বিপক্ষে ৭ ইনিংসে ৪ সেঞ্চুরি হাঁকিয়ে যে রেকর্ডেটির একক মালিক ছিলেন শচীন। দ্রুততম ৭ সেঞ্চুরির রেকর্ডে অবশ্য সতীর্থ হাশিম আমলাকে ছাড়িয়ে যেতে পারেননি ডি’কক। ডি’ককের লাগল ৫০ ইনিংস। ৪১ ইনিংসে ৭ সেঞ্চুরি নিয়ে এ তালিকায় রেকর্ডটি আমলার দখলে। ৪২ ইনিংসে ৭ সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে সাবেক পাকিস্তানী ব্যাটসম্যান জহির আব্বাস।
×