ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফিফাকে জার্মানির অর্থ প্রদান, খতিয়ে দেখা হচ্ছে

প্রকাশিত: ০২:১৬, ২০ অক্টোবর ২০১৫

ফিফাকে জার্মানির অর্থ প্রদান, খতিয়ে দেখা হচ্ছে

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি বছর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ বেশ জোরেশোরেই উঠেছে। শেষ পর্যন্ত পঞ্চমবারের মতো গত মে মাসে সভাপতি নির্বাচিত হওয়া সেপ ব্লাটার পদত্যাগের ঘোষণা দেন। তবে সেটা আগামী ফেব্রুয়ারিতে ডাকা বিশেষ কংগ্রেসে ভোটভুটির মাধ্যমে নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে দায়িত্ব হস্তান্তরের পর। সেটাও হলো না, ব্লাটারের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ তদন্ত শুরুর পর তাকে বরখাস্ত এবং তিন মাসের জন্য সব ধরনের ফুটবল কর্মকা- থেকে নিষেধাজ্ঞা দেয় ফিফা এথিকস কমিটি। এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে সম্প্রতিই জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) দাবি। ডিএফবির দাবি ২০০৬ সালে বিশ্বকাপ আয়োজক হতে ফিফাকে ৬.৭ মিলিয়ন ইউরো দিতে হয়েছিল। জার্মান আইনজীবীরা এরপর নড়েচড়ে বসেছে। এখনই অবশ্য আনুষ্ঠানিক তদন্ত শুরু করছে না তারা, তবে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছেন তারা।
×