ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিশু তারিনার হার্টে ছিদ্র ॥ চিকিৎসায় সহায়তা করুন

প্রকাশিত: ০৫:৩৯, ২০ অক্টোবর ২০১৫

শিশু তারিনার হার্টে ছিদ্র ॥ চিকিৎসায় সহায়তা করুন

স্টাফ রিপোর্টার ॥ ৪ বছরের শিশু বেবী তারিনার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিন। তার হার্টে ছিদ্র দেখা দিয়েছে। ডাক্তার জানিয়েছেন, তারিনার জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন। তার হার্টে দ্রুত অপারেশন করতে হবে। এ জন্য প্রয়োজন ২ থেকে ৩ লাখ টাকা। কিন্তু সন্তানের চিকিৎসার এই বিপুল পরিমাণ অর্থ মা তাসলিমার পক্ষে যোগান দেয়া একেবারেই অসম্ভব। এ অবস্থায় সমাজের দানশীল ও বিত্তবানদের কাছে তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। কোন হৃদয় ব্যক্তি বেবী তারিনার চিকিৎসায় সাহায্য দিতে চাইলে যোগাযোগ করুন- তাসলিমা বেগম, ব্যাংক হিসাব নম্বর ৪৫১১৩ অনলাইন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, গাজীপুর চৌরাস্তা শাখা। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ ‘মানুষ মানুষের জন্য’ বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×