ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাসায়নিক অস্ত্রবিষয়ক গণসচেতনতামূলক সেমিনার

প্রকাশিত: ০৫:৫৩, ২০ অক্টোবর ২০১৫

রাসায়নিক অস্ত্রবিষয়ক গণসচেতনতামূলক সেমিনার

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) উদ্যোগে ‘রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ আইন সংক্রান্ত বিধি-বিধান, এর প্রয়োগ ও এ বিষয়ক গণসচেতনা বৃদ্ধি’ শীর্ষক সেমিনার সোমবার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে তফসিলভুক্ত ও তফসিল বহির্ভূত রাসায়নিক দ্রব্য আমদানির নিয়মাবলী, বিভিন্ন শিল্প ও ওষুধ শিল্প কারখানায় ব্যবহৃত রাসায়নিক দ্রব্য ব্যবহারের সীমাবদ্ধতা, নিয়ম-কানুন এবং জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে আলোচক ছিলেন-ড. ইয়াসির আরাফাত খান, রাজিউর রহমান মল্লিক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ জাকারিয়া হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার লুৎফুন্নাহার। সেমিনারে বিভিন্ন সংস্থা ও অধিদফতরের ৭০ কর্মকর্তা উপস্থিত ছিলেন। -আইএসপিআর ডিম কেক রাজধানীর ব্যস্ততম গুলিস্তান এলাকার ‘ডিম কেক’ তৈরি করছে শিশু আলমগীর (৯)। নগরীর ভোজন রসিকদের খাদ্য তালিকায় নতুন সংযোজন এই কেক। এর দাম প্রতিপিস ২০ টাকা। বাজারে চাহিদা থাকায় এ কাজ করে আলমগীর দৈনিক ৫-৬শ’ টাকা রোজগার করছে। গুলিস্তান এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। সংসারের খরচ মেটাতে সারাদিন ময়লা ঘেঁটে লোহালক্কড় সংগ্রহ করে থাকে রেশমা নামের এই মেয়ে শিশুটি। সংগৃহীত লোহালক্কড় ভাঙ্গারি দোকানে বিক্রি করে যা আয় হয়, তা দিয়ে তাদের সংসারের ব্যয় নির্বাহ হয়ে থাকে। রাজধানীর বেগুনবাড়ি এলাকার বস্তিতে তারা থাকে। এসব অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা উচিত সমাজের অবস্থাপন্ন লোকজনের। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×