ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গোমাংস ভোজন জম্মু ও কাশ্মীরের সেই এমপি ফের হামলার শিকার

প্রকাশিত: ০৫:৫৫, ২০ অক্টোবর ২০১৫

গোমাংস ভোজন জম্মু ও কাশ্মীরের সেই এমপি ফের হামলার শিকার

গোমাংস ভোজ অনুষ্ঠান আয়োজনের দায়ে ভারতের জম্মু ও কাশ্মীরের স্বতন্ত্র সংসদ সদস্য ইঞ্জিনিয়ার রাশিদকে লক্ষ্য করে কালি ও মোবিল ছুড়েছে একদল উচ্ছৃঙ্খল জনতা। সোমবার দিল্লী প্রেসক্লাবে ঘটনাটি ঘটে। গোমাংস ইস্যুতে দু’সপ্তাহের মধ্যে এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো হামলার শিকার হলেন। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। রাজধানী দিল্লীতে একটি প্রেস কনফারেন্সে বক্তব্য দেয়ার সময় এ ঘটনাটি ঘটেছে। চলতি মাসের আরও আগের দিকে গোমাংস ভোজ অনুষ্ঠানের আয়োজন করে রাশিদ জম্মু ও কাশ্মীর বিধানসভা ভবনের ভেতরেই বিজেপি দলীয় কয়েকজন এমপির আক্রমণের শিকার হয়েছিলেন। সর্বশেষ দিল্লীর পেসক্লাবে তার উপর এই হামলার দায় স্বীকার করেছে বিষ্ণু গুপ্তের নেতাত্বাধীন হিন্দু সেনা নামের একটি গ্রুপ। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদ ও তার ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ এই হামলার নিন্দা করেছে।
×