ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় আইএসের গাড়িবহরে বিমান হামলায় নিহত ৪০

প্রকাশিত: ০৫:৫৬, ২০ অক্টোবর ২০১৫

সিরিয়ায় আইএসের গাড়িবহরে বিমান হামলায় নিহত ৪০

সিরিয়ার হামা প্রদেশে ইসলামিক স্টেটের (আইএস) একটি গাড়িবহরে বিমান হামলায় অন্তত ৪০ জঙ্গী নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি রবিবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। পর্যবেক্ষক গোষ্ঠীটি দাবি করেছে, শনিবার এ বিমান হামলা চালানো হয়। এতে আইএসের গাড়িবহরের ১৬টি গাড়ি ধ্বংস হয়ে গেছে। সিরিয়ায় সহিংসতা পর্যবেক্ষণকারী এ গোষ্ঠীটির মাঠপর্যায় পর্যন্ত বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। আইএসের গাড়িবহরটি রাকা শহর ছেড়ে যাওয়ার পরপরই এ বিমান হামলা চালানো হয়। হামলায় অংশ নেয়া বিমান রাশিয়া নাকি সিরিয়ার, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি সংগঠনটি। তবে ওই বিমান যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের নয় বলেও বলছে অবজারভেটরি। এদিকে সরকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিমান হামলা অব্যাহত রেখেছে রাশিয়া এবং তাদের সহায়তা নিয়ে বিদ্রোহীদের কাছ থেকে উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের পাশের এলাকা পুনর্দখলের লড়াইয়ে অগ্রগতি পেয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনারা। শনিবার আলেপ্পো শহরের দক্ষিণের একটি এলাকায় লড়াইয়ে তাদের অগ্রগতি হয়েছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান জানিয়েছে। সেনাবাহিনী ওই এলাকার তিনটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে।
×