ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে গির্জায় পাদ্রির গুলিতে নিহত এক

প্রকাশিত: ০৫:৫৭, ২০ অক্টোবর ২০১৫

যুক্তরাষ্ট্রে গির্জায় পাদ্রির গুলিতে নিহত এক

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি গির্জায় প্রার্থনা সভা চলাকালে পাদ্রির গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। মিশিগানের ডেট্রয়েটের সিটি অব গড চার্চে রবিবার দুপুরের একটু পরে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত পাদ্রি এবং নিহত ব্যক্তির নাম বা পরিচয় পুলিশ প্রকাশ করেনি। খবর ওয়েবসাইটের। পুলিশ বলেছে, পাদ্রির সঙ্গে পূর্ব ঘটনার জের ধরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হামলাকারী একটি ইট হাতে হুমকি দিলে পাদ্রি নিজের বন্দুক বের করে তাকে কয়েক দফা গুলি করে। গুলিবিদ্ধ লোকটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। সূর্যে বিশাল গর্ত! সূর্যে বিশাল একটি গর্তের সন্ধান পেয়েছে নাসার স্পেসক্রাফট। ছবিটি ১০ অক্টোবর তোলা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে সূর্যের মধ্যে একটি বিরাট গর্ত। গর্তটা অন্তত ৫০টি পৃথিবীর সমান! আর ওই গর্তের উপরে বড় বড় আগুনের লেলিহান শিখা উঠছে। সেটাও সূর্য থেকে অন্তত ৮০০ কিলোমিটার ওপর পর্যন্ত ধেয়ে আসছে প্রতি সেকেন্ডে। -জিনিউজ বিশ্বের বৃহত্তম পাউরুটি এবার গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ ইতালিতে ৪০০ ফুট (১২২ মিটার) লম্বা একটি বাগেটকে বিশ্বের বৃহত্তম পাউরুটি হিসেবে ঘোষণা করেছে। মিলান এক্সপো ২০১৫ ওয়ার্ল্ড ফেয়ারে পাউরুটিটি প্রদর্শন করা হয়েছে। রবিবার ৬০ জন ফরাসী ও ইতালীয় বেকার প্রায় সাত ঘণ্টা পরিশ্রম করে এটি তৈরি করে। এই পাউরুটিটি মূলত ফরাসী বৈশিষ্ট্যসম্পূর্ণ। এর মঝখানটা নরম আর বাইরের অংশটা খোলসযুক্ত শক্ত ও পুরু। এর অন্যতম প্রস্তুতকারী ও প্যারিসের লা পোম্পাডোর বেকারির মালিক বলেন, বড় একটি বাগেট তৈরি খুবই কঠিন। -ইয়াহুনিউজ
×