ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বাড়লো

প্রকাশিত: ০৫:৫৭, ২০ অক্টোবর ২০১৫

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বাড়লো

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা তিন দিনের বড় দরপতন শেষে সোমবার ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। বড়-ছোট উভয় মূলধনী কোম্পানির দর বাড়ার কারণে প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় লেনদেন বাড়লেও একই রয়েছে সিএসইতে। প্রসঙ্গত, গত বুধবার বৃহস্পতিবার ও ১৮ অক্টোবর রবিবারও পুঁজিবাজারে বড় দরপতনে শেষ হয়েছিল লেনদেন। একই সঙ্গে কমেছিল লেনদেনের পরিমাণ। শুধু তিন দিনে ডিএসইর সার্বিক সূচক কমেছিল ১৭১ পয়েন্ট। কমতে কমতে ডিএসইর সার্বিক সূচকটি ৪ হাজার ৬০৭ পয়েন্টে গিয়ে পৌঁছায়। এরপর সোমবারই প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের বড় একটি অংশ শেয়ারের দর অনেক কমে গেলে ক্রয়াদেশ বাড়িয়ে দেয়। ফলে সূচকের তীর ওপরের দিকে উঠতে থাকে। দিনটিতে সূচকের বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে লাফার্জ সুরমা ও গ্রামীণফোনের মতো বড় মূলধনী কোম্পানি। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে সোমবার ডিএসইতে ৩৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২৪ কোটি ৯০ লাখ টাকা বা ৮ দশমিক ০১ শতাংশ বেশি লেনদেন। আগের দিন এ বাজারে ৩১০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর। আগের তিন দিনের বড় ধরনের পতন শেষে সোমবারে ডিএসইতে সার্বিক লেনদেন শুরু হয় সূচকের বৃদ্ধি দিয়ে। তবে বেলা বারোটার দিকে আবার সূচকের তীর নিচের দিকে নামতে থাকে। পরে আবারও তা বাড়তে থাকে। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৩ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, কেডিএস এক্সেসরিজ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস, গ্রামীণফোন, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস, বিএসআরএম স্টিলস, সিটি ব্যাংক এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি। এদিকে ঢাকার মতো দিনটিতে অপর বাজারেও সব ধরনের সূচক বাড়তে থাকে। দিনভর সূচকের উর্ধগতির পর সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টি কোম্পানির, দর কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির।
×