ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাঞ্জামুলের ৮ উইকেট, রানের চাপে ঢাকা ও সিলেট, চট্টগ্রাম-রাজশাহী ম্যাচ ড্রয়ের পথে

জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় দিনে আরও ৫ সেঞ্চুরি

প্রকাশিত: ০৬:০৫, ২০ অক্টোবর ২০১৫

জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় দিনে আরও ৫ সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রিকেটর লীগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে তৃতীয় দিন ছিল রানের উৎসব। সবমিলিয়ে পাঁচ সেঞ্চুরি হয়েছে এদিন। শতক হাঁকিয়েছেন এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, আল-আমিন, সালমান হোসেন ও তাসামুল হক শতক হাঁকিয়েছেন। এ সেঞ্চুরিগুলোর কারণে দলগুলোও রানের পাহাড় গড়ে সুবিধাজনক অবস্থানে চলে গেছে। বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রাজশাহীর স্পিনার সানজামুল ইসলাম নিয়েছেন, ৮ উইকেট। প্রথম স্তর ॥ তিন সেঞ্চুরির সুবাদে ৭ উইকেটে ৫০৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে খুলনা। ফতুল্লায় তাদের হয়ে সোমবার সেঞ্চুরি হাঁকিয়েছেন এনামুল ও নুরুল। নুরুল ২২৩ বলে ১৯ চার ও ১ ছক্কায় ১৮২ রানে অপরাজিত থাকলেও ইনিংস ঘোষণা করে দেয় খুলনা। দিনশেষে ২ উইকেটে ৩৭ রান তুলে এখনও ৪৩২ রানে পিছিয়ে ঢাকা। অপর ম্যাচে খুলনায় ঢাকা মেট্রোপলিস ১২২ রানে এগিয়ে গেছে রংপুরের চেয়ে। আগের দিনের ৬ উইকেটে ২৪১ রান নিয়ে তৃতীয় দিন ২৯৯ রানে গুটিয়ে যায় রংপুরের প্রথম ইনিংস। দিনশেষে দ্বিতীয় ইনিংসে মেট্রো ২ উইকেটে ১৭৯ রান তুলেছে। দ্বিতীয় স্তর ॥ বগুড়ায় সালমান ও আল-আমিনের জোড়া শতকে শক্ত অবস্থানে চলে গেছে বরিশাল। ৭ উইকেটে ৪৬৪ নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা। দিনশেষে সিলেট দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৫৪ রান তুলে পিছিয়ে আছে ৩৯৩ রানে। অপর ম্যাচে চট্টগ্রামে তাসামুলের অপরাজিত ১৩৪ রানে প্রথম ইনিংসে ৩৫০ রান করেছে স্বাগতিক চট্টগ্রাম। সানজামুল নিয়েছেন ৮ উইকেট। দিনশেষে দ্বিতীয় ইনিংসে রাজশাহী ২ উইকেটে ৯৭ রান তুলে এখনও পিছিয়ে ৪৫ রানে। স্কোর ॥ তৃতীয় দিনশেষে প্রথম স্তর ॥ ঢাকা-খুলনা ম্যাচ ॥ খুলনা প্রথম ইনিংস- ১১৭/১০; ৩৯.৪ ওভার (ইমরুল ২৭; মাসুম ৪/১১ ও দ্বিতীয় ইনিংস- আগের দিন ২০৫/৪; ৫৬ ওভার (মেহেদী ১০৪, এনামুল হক বিজয় ৬১*, নুরুল ৩৪*; মাসুম ২/৬৪) এবং তৃতীয় দিন-৫০৬/৭ ডিক্লে. ১২৩.২ ওভার (নুরুল ১৮২*, এনামুল ১০০, জিয়া ৮৯; মাসুম ৩/১৪৭, মোশাররফ ২/১৪২)। ঢাকা প্রথম ইনিংস- ১৫৪/১০; ৬৭.৪ ওভার (জয়রাজ ৬৫; মুস্তাফিজ ৪/৪৬, রাজ্জাক ৩/৬০) ও দ্বিতীয় ইনিংস- ৩৭/২; ২০.১ ওভার (জয়রাজ ১৬, মজিদ ১১*; বক্কর ১/০, জিয়া ১/১৩)। ঢাকা মেট্রো-রংপুর ম্যাচ ॥ ঢাকা মেট্রো প্রথম ইনিংস- ২৪২/১০; ১০৫ ওভার (আসিফ ৫৬, শামসুর ৫১; সনজিত ৩/৪৩, তানভির ৪/৮১) ও দ্বিতীয় ইনিংস- ১৭৯/২; ৫৩ ওভার (মেহরাব ৮৭*, মাহমুদুল্লাহ ৪৮*, শামসুর ৩৭; সাদ্দাম ১/১৬, তানভির ১/৫৭)। রংপুর প্রথম ইনিংস- দ্বিতীয় দিন- ২৪১/৬; ৭৫ ওভার (তানভির ৪২*, নাঈম ৪০; আরাফাত ২/৫৭) ও তৃতীয় দিন-২৯৯/১০; ১০৯.৪ ওভার (তানভির ৭৮; শরীফুল্লাহ ৪/৪৯, আরাফাত ৩/৭০)। দ্বিতীয় স্তর ॥ চট্টগ্রাম-রাজশাহী ম্যাচ ॥ রাজশাহী প্রথম ইনিংস ২০৮/১০; ৭২ ওভার (শান্ত ৬৩; ইফতেখার ৫/৬৩) ও দ্বিতীয় ইনিংস-৯৭/২; ৩৬ ওভার (শান্ত ৩৯*; সাইফুদ্দিন ১/১৭, মেহেদী রানা ১/২৩)। চট্টগ্রাম প্রথম ইনিংস-দ্বিতীয় দিন ২৩৮/৪; ১০৪ ওভার (তাসামুল ৬৬*, তামিম ৬২, ইরফান ৩৮*; সানজামুল ৪/৫৯) ও তৃতীয় দিন-৩৫০/১০; ১৫৫.৫ ওভার (তাসামুল ১৩৪, ইরফান ৫৩; সানজামুল ৮/১০৬)। বরিশাল-সিলেট ম্যাচ ॥ বরিশাল প্রথম ইনিংস- ১৫৫/১০; (আল আমিন ৩৬; নাসুম ৪/৩২) ও দ্বিতীয় ইনিংস-আগের দিন ১৫১/৩; ৪৬ ওভার (সালমান ৭২*, শাহরিয়ার ৬৭; খালেদ ৩/৩৩) এবং তৃতীয় দিন-৪৬৪/৭ ডিক্লে. ১১৫.১ ওভার (আলআমিন ১৫৭, সালমান ১৪৬, সোহাগ ৫০; রাহাতুল ৩/৮৩, খালেদ ৩/৯২)। সিলেট প্রথম ইনিংস- ১৭২/১০; ৬৮.২ ওভার (রুম্মন ৬৯; সোহাগ ৩/২৪) ও দ্বিতীয় ইনিংস-৫৪/২; ২২ ওভার (ইমতিয়াজ ৩২; মনির ১/১৪, সোহাগ ১/১৯)।
×