ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে রসিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা

প্রকাশিত: ০৬:১০, ২০ অক্টোবর ২০১৫

ঠাকুরগাঁওয়ে রসিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৯ অক্টোবর ॥ ঠাকুরগাঁওয়ে রসিক রায় জিউ মন্দিরে দুটি সংগঠন পৃথকভাবে দুর্গাপূজার আয়োজন করায় সেখানে অনির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামে রসিক রায় জিউ মন্দিরে সনাতন হিন্দু সম্প্রদায়ের একটি দল ও কৃষ্ণ ভাবনামৃত সংগঠন ইস্কন পৃথকভাবে দুর্গাপূজা আয়োজন করায় সেখান উত্তেজনা বিরাজ করে। এরই প্রেক্ষিতে প্রশাসন মন্দির চত্বরে অনির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ ধারা জারি করে সেখানে পূজা না করার নির্দেশ দিয়েছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিনের পুরনো রসিক রায় জিউ মন্দিরের নামে দুটি মৌজায় মোট ৫২ একর দেবত্তোর জমি রয়েছে। এই জমির মালিকানা নিয়ে মন্দিরের সেবাইত ফুলেন চন্দ্র সরকারের সঙ্গে এলাকার কিছু লোকজনের বিরোধ চলছিল। ১৯৯৩ সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে সেই বিরোধের নিষ্পত্তি হয়। সম্প্রতি ওই মন্দিরে সনাতন হিন্দু সম্প্রদায় ও কৃষ্ণ ভাবনামৃত সংগঠন ইস্কনের লোকজন পৃথকভাবে দুর্গাপূজা উদ্যাপনের প্রস্তুতি নেয়। এক পক্ষ মন্দিরের বাইরে ও এক পক্ষ মন্দিরের ভেতরে দুর্গার প্রতিমা তৈরি করে পূজার প্রস্তুতি নেয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে উপজেলা প্রশাসন রবিবার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ ধারা জারি করে ওই মন্দিরে পূজা পালন না করার নির্দেশ দেয়। বর্তমানে দুর্গাপূজা আয়োজনকারী দুটি দল মন্দিরের দুই দিকে এবং মন্দির চত্বরে পুলিশ অবস্থান করছে।
×