ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীদের আল্টিমেটাম

সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ ভাংচুর, লুট

প্রকাশিত: ০৬:১২, ২০ অক্টোবর ২০১৫

সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ ভাংচুর, লুট

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নগরীর টিলাগড় পয়েন্টে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে টুটুল নামের ছাত্রলীগকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের কমিটি নিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গ্রুপের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। রবিবার রাত ৯টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এ সময় অন্তত ৮টি দোকান ভাংচুর ও লুট করা হয়। পরে পুলিশ গিয়ে গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে আটক করেছে। দলীয় সূত্রে জানা যায়, শনিবার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে নতুন কমিটি ঘোষণা করেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী। এ কমিটি ঘোষণার পর পদবঞ্চিতরা ওই কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেন। এরপর ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। ক্যাম্পাসের উত্তেজনাকে ঘিরে রবিবার সন্ধ্যায় পদবঞ্চিতদের সমর্থক জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গ্রুপের সঙ্গে রায়হান গ্রুপের সংঘর্ষ হয়। শনিবার নির্মলেন্দু পালকে সভাপতি ও মাহিন নুর ইসলামকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী। এদিকে টিলাগড় বাজারে দোকান ভাংচুর, লুটপাটের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করতে বাজারের ব্যবসায়ীরা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। এ সময়ের মধ্যে যদি প্রশাসন সন্ত্রাসীদের গ্রেফতার ব্যর্থ হয় তাহলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেয়া হয়।
×