ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাংহাই মাতালেন বাংলাদেশের অনি হাসান

প্রকাশিত: ০৬:২১, ২০ অক্টোবর ২০১৫

সাংহাই মাতালেন বাংলাদেশের অনি হাসান

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশী সঙ্গীতাঙ্গনের জন্য একটি গৌরব বয়ে নিয়ে এলেন এই প্রজন্মের মিউজিসিয়ান ওয়ারফেজ ব্যান্ডের সাবেক গিটারিস্ট অনি হাসান। চলতি মাসে শুরুর দিকে তিনি তাজিমা গিটারস (ব্রাজিল) এবং এরেডার গিটারসের (চায়না) সৌজন্যে সাংহাই ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যালে পারফর্ম করেন। জানা গেছে ২০০১ সালে সঙ্গীতের সব ধরনের মাধ্যমকে উদ্যাপন করার উদ্দেশ্য নিয়ে সাংহাই ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যালের যাত্রা শুরু হয়। ফেস্টিভ্যালটি প্রতি বছরই আয়োজন করা হয়ে থাকে যাতে থাকে বিভিন্ন ধরনের কনসার্ট। এ বছর কনসার্টটি আয়োজন করা হয় সাংহাই ইন্টারন্যাশনাল এক্সপো সেন্টারে। বাংলাদেশীদের মধ্যে অনি হাসানই সর্বপ্রথম এই আন্তর্জাতিক সঙ্গীত উৎসবে অংশ নিলেন। যেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, জার্মানি, সুইডেন, ফিনল্যান্ড, ইতালি, জাপান, কোরিয়া, চায়নাসহ বিশ্বের বিভিন্ন দেশের মিউজিসিয়ানরা পারফর্ম করেন। ৩ দিনব্যাপী এই উৎসবে অনি হাসান যখন পারফর্ম করছিলেন, তখন তাঁর আশপাশের বিভিন্ন বুথে মাইকেল এঞ্জেলো, ম্যাটিয়াস আই এ ইকলুন্ধ, মাইকেল রোমিও, জেনিফার ব্যাটেনসহ বিশ্বের নামকরা মিউজিসিয়ানরাও পারফর্ম করেন এ প্রসঙ্গে। অনি হাসান বলেন, এটি আমার একটি স্বপ্নের জায়গা ছিল যেখানে আমার চারপাশে আমার প্রিয় ব্র্যান্ডগুলোই শুধু ছিল না, বরং আমার প্রিয় তারকারাও আমার আশপাশে পারফর্ম করছিলেন। অনি জানান, খুব শীঘ্রই শ্রোতারা আরও কিছু সুখবর পেতে যাচ্ছেন। নিকট ভবিষ্যতে বেশকিছু আন্তর্জাতিক শিল্পীর সঙ্গে তাঁর যৌথ উদ্যোগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এরই মধ্যে, চায়নার বিখ্যাত তারকা তাং লী অনি হাসানের সঙ্গে চাইনিজ এবং ইংরেজী ভাষায় একটি এ্যালবাম তৈরির ব্যাপারে একমত হয়েছেন যা ভবিষ্যতে বাংলাতেও তৈরি করা হবে। অনি হাসান এই মুহূর্তে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন। ভাইব এবং ওয়ারফেজ ব্যান্ডে সাফল্যের সঙ্গে তাঁর মিউজিক প্রতিভার স্বাক্ষর রাখার পর এ বছর নিজস্ব ইন্সট্রুমেন্টাল ‘শ্রাাইন’ দিয়ে সাড়া ফেলেন। এরপর, ওই আন্তর্জাতিক সঙ্গীত উৎসবে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশী সঙ্গীতপ্রেমীদের সুনাম বয়ে আনলেন তিনি। বাংলাদেশী ব্যান্ড মিজিউকের ভক্তদের প্রত্যাশা, উচ্চ শিক্ষা শেষে তিনি আবারও দেশে এসে সাফল্য অব্যাহত রাখবেন এমনটাই প্রত্যাশা।
×