ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কানাডায় অবসান হলো কনজারটিভদের নয় বছরের শাসন

প্রকাশিত: ১৮:২৭, ২০ অক্টোবর ২০১৫

কানাডায় অবসান হলো কনজারটিভদের নয় বছরের শাসন

অনলাইন ডেস্ক ॥ কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়েছে লিবারেল পার্টি। এর মাধ্যমে অবসান ঘটলো কনজারভেটিভদের নয় বছরের শাসনের। নির্বাচনে খবর পাওয়া পর্যন্ত, কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ত্রুদোর ছেলে জাস্টিন ত্রুদোর নেতৃত্বাধীন লিবারেলরা ১৮৯টি ইলেক্টোরাল জেলায় এগিয়ে রয়েছে। আর প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের নেতৃত্বাধীন কনজারভেটিভরা এগিয়ে রয়েছে ১০২টি জেলায়। সরকার গঠনে কানাডার ৩৩৮ আসনের সংসদে ন্যূনতম ১৭০টি আসনে জয় নিশ্চিত করতে হয়। এরই মধ্যে ত্রুদোকে অভিনন্দনও জানিয়েছেন হার্পার। নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার কিছু পরই এ অভিনন্দন জানানো হয়েছে উল্লেখ করে কনজারভেটিভ নেতা বলেছেন, কোনোরকম দ্বিধা ছাড়াই তিনি ও তার দল এ ফলাফল মেনে নেবে। এদিকে, লিবারেলদের বিজয়রথ যাত্রা শুরুর আগেই কনজারিভেটিভের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হার্পার।
×