ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেনাপোলে বাণিজ্য বন্ধ ছয়দিন

প্রকাশিত: ১৮:৫৬, ২০ অক্টোবর ২০১৫

বেনাপোলে বাণিজ্য বন্ধ ছয়দিন

অনলাইন রির্পোটার ॥ বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি ছয়দিন বন্ধ থাকবে। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে বাণিজ্য বন্ধ থাকবে। মঙ্গলবার থেকে ভারতে শুরু হয়েছে পূজার ছুটি, শেষ হবে ২৪ অক্টোবর। পরদিন রোববার সেখানে সাপ্তাহিক ছুটির পর সোমবার থেকে সচল হবে ভারতের পেট্রাপোল বন্দর। পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী জানিয়েছেন, ছুটির সময় বন্দর, শুল্ক বিভাগ, ক্লিয়ারিং এজেন্ট ও ট্রান্সপোর্ট কর্মকর্তা-কর্মচারিরা ছুটিতে থাকবেন, তাই আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে এই সময় দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বলে জানান তিনি। তবে সোমবার বিকালের পর থেকে পেট্রাপোলের কর্মকাণ্ড বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি নূরুজ্জামান। এদিকে লম্বা ছুটির কারণে বন্দরের দুই পাশে পণ্যবাহী ট্রাকের সারি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
×