ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় মারা যায় ৩২ শতাংশ পথচারী: ডব্লিউএইচও

প্রকাশিত: ১৮:৫৮, ২০ অক্টোবর ২০১৫

সড়ক দুর্ঘটনায় মারা যায় ৩২ শতাংশ পথচারী:  ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় প্রতিবছর অসংখ্য মানুষ প্রাণ হারায়। যাত্রীরা যেমন দুর্ঘটনার শিকার হন, তেমনি পথচারীরাও প্রাণ হারান দুর্ঘটনায়। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বাংলাদেশে ২০১২ সালে সড়ক দুর্ঘটনায় যত মানুষের মৃত্যু হয়েছে, তাদের ৩২ শতাংশই পথচারী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতিবছর সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি হচ্ছে, তা মোট দেশীয় উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ৬ শতাংশের সমান। বিশ্বজুড়ে সড়ক নিরাপত্তা নিয়ে সোমবার জেনেভায় প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর সড়ক যোগাযোগের উন্নয়ন হওয়ার পরও দুর্ঘটনায় ঝরে যায় সাড়ে ১২ লাখ প্রাণ। “বিশেষ করে দরিদ্র দেশগুলোতে গরিব মানুষের মধ্যে এই হার অনেক বেশি, যা মেনে নেওয়া যায় না,” বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা পরিচালক মার্গারেট চ্যান। পুলিশের নথিভুক্ত দুর্ঘটনাগুলোর পরিসংখ্যান হিসাব করলে ২০১২ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মোট ২ হাজার ৫৩৮ জনের মৃত্যু হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, এই সংখ্যা ছিল ২১ হাজার ৩১৬ জন, অর্থাৎ ওই বছর প্রতি এক লাখ লোকের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে সড়কে। নিহতদের এই হিসাবের মধ্যে ৩২ শতাংশ পথচারী, আর ২৮ শতাংশ প্রাইভেট কার বা চার চাকার কোনো হালকা বাহনের আরোহী ছিলেন।
×