ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাঁশখালী-আনোয়ারা প্রধান সড়কে যাত্রী হয়রানি

প্রকাশিত: ২১:১৪, ২০ অক্টোবর ২০১৫

বাঁশখালী-আনোয়ারা প্রধান সড়কে যাত্রী হয়রানি

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ সনাতনী সম্প্রদায়ের মহোৎসব দূর্গা পূজাকে কেন্দ্র করে চট্টগ্রামের বাঁশখালী-আনোয়ারা প্রধান সড়কে বাস-সিএনজি ড্রাইভারদের যাত্রী হয়রানি চরম আকার ধারণ করেছে। পূজা উপলক্ষ্যে আগত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া পূজাকে কেন্দ্র করে এই সড়কের চলাচলকারী সকল যাত্রীরা অতিরিক্ত ভাড়ার শিকার হচ্ছে। মঙ্গলবার বাঁশখালীর প্রধান সড়ক গুলোতে যাত্রীদের সাথে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানির অভিযোগ পাওয়া যায়। অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট নিরসনে জরুরী পদক্ষেপ গ্রহণ করছে বলে অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জনকন্ঠকে নিশ্চিত করেছেন। তাছাড়া তিনি আরো জানান, যানজট ও যাত্রী হয়রানি বন্ধে প্রধান সড়কে পুলিশ মোতায়েন করেছে।
×